হালাল রুজির দোয়া

আল্লাহুম্মাকফিনী বি হালালিকা আন হারামিকা, ওয়া আগনিনী বিফাদলিকা আম্মান সিওয়াক

কম্পিউটারে সংগঠন বর্ণনা কর

কম্পিউটারে সংগঠন বর্ণনা কর

কম্পিউটারের বিভিন্ন প্রকার যন্ত্র বা যন্ত্রাংশের সমন্বয়ে গঠিত।

কম্পিউটারের বিভিন্ন যন্ত্রাংশের মধ্যে যথাযথ সংযোগ স্থাপনের মাধ্যমে তৈরি হয় পূর্ণাঙ্গ কম্পিউটার। কম্পিউটারের বিভিন্ন যন্ত্রাংশের মধ্যে সংযোগ স্থাপনের বিন্যাসই হচ্ছে কম্পিউটার সংগঠন।

কম্পিউটারের সংগঠনকে তিনটি ভাগে ভাগ করা যায়। যথা-

১। ইনপুট অংশ (Input Unit)

২। প্রক্রিয়াকরণ অংশ (Processiong Unit)

৩। আউটপুট অংশ (Output Unit)

প্রক্রিয়া অংশকে আবার তিন ভাগে ভাগ করা যায়। যথা-

(ক) গাণিতিক যুক্তি অংশ (Arithmatic Logic Unit)

(খ) নিয়ন্ত্রণ অংশ (Control Unit)

(গ) প্রধান স্মৃতি অংশ (Main Memory Unit)

নিচে চিত্রের মাধ্যমে কম্পিউটারের সংগঠন সংক্ষেপে দেখানো হল-

কম্পিউটারে সংগঠন বর্ণনা কর



১। ইনপুট অংশ: কম্পিউটারকে নির্দেশ প্রদানের জন্য যে সমস্ত যন্ত্র বা যন্ত্রাংশ ব্যবহৃত হয় সেগুলোকে ইনপুট ডিভাইস বা ইনপুট যন্ত্রাংশ বলে। যেমন- কী বোর্ড, মাউস, স্ক্যানার, কার্ড রিডার, পেপার রিডার, হার্ডডিস্ক, ফ্লপিডিস্ক ও সিডি ড্রাইভ ইত্যাদি।

২। প্রক্রিয়াকরণ অংশ: কম্পিউটারের সব থেকে গুরুত্বপূর্ণ অংশ হল প্রক্রিয়াকরণ অংশ। ইহা কম্পিউটারের মস্তিস্কস্বরৃপ। নিয়ন্ত্রণ, গাণিতিক যুক্তি অংশ এবং মেমোরি কম্পিউটারের এ তিনটি অংশকে প্রক্রিয়াকরণ অংশ বলে। 

CPU-এর তিনটি অংশ ।নিচে দেওয়া হল-

(ক) গাণিতিক যুক্তি অংশ: 

এ অংশে গাণিতিক সমস্যার সমাধান করে। প্রয়োজন হলে গণনার ফলাফল ALU নেই জমা থেকে অথবা প্রধান মেমোরিতে পাঠিয়ে দেওয়া হয়।

(খ) নিয়ন্ত্রণ অংশ: 

নিয়ন্ত্রণ অংশ কম্পিউটারের সকল কাজ নিয়ন্ত্রণ করে। ব্যবহারকারী কর্তৃক প্রদত্ত RAM ও ROM সঞ্চিত নির্দেশ অনুযায়ী নিয়ন্ত্রণ অংশ কম্পিউটারের অন্যান্য অংশকে নিয়ন্ত্রণ ও ডাটা সংরক্ষণ করে।

(গ) মেমোরি অংশ: 

মেমোরি বা স্মৃতি হচ্ছে কম্পিউটারের একটি অংশ, যেখানে তথ্য জমা থাকে। কম্পিউটারে সাধারণত প্রধান মেমোরি ও সহায়ক মেমোরি অংশ বিদ্যমান। তথ্যকেস্থায়ী ভাবে সংরক্ষণ করতে হলে সহায়ক মেমোরির প্রয়োজন হয়।

কম্পিউটারের মেমোরি প্রধানত দু'প্রকার। যথা:

(i) প্রাথমিক/ প্রধান মেমোরি (Main Memory)

(ii) গৌণ/ সহায়ক মেমোরি (Secondary Memory)

(i)  প্রথমিক/ প্রধান মেমোরি: 

প্রাথমিক মেমোরি বলতে RAM এবং ROM কে বুঝায়। RAM এ সকল ধরনের ডাটা ও প্রোগ্রাম অস্থায়ীভাবে রাখা হয়। ROM এ যে সমস্ত তথ্য বা নির্দেশাবলী ROM থেকে নেয়া হয়।

(ii) গৌণ/ সহায়ক মেমোরি: 

প্রধান মেমোরি বাদে যে মেমোরি বেশী ব্যবহার করা হয় তা হলো সহায়ক মেমোরি ব্যহবার করা হয়ে থাকে।

৩। আউটপুট অংশ: কম্পিউটারে ডাটা ও নির্দেশাবলী প্রক্রিয়াকরণের ফলাফল বা আউটপুট অংশের মাধ্যমে প্রদর্শন করা হয়। সাধারণত ব্যবহারকারীরা এ অংশের মাধ্যমে ফলাফল দেখতে পারে। বিভিন্ন ধরনের আউটপুট যন্ত্র পাওয়া যায়। একেক ধরনের যন্ত্র একেকভাবে ফলাফল প্রদর্শন করে থাকে। 

হার্ডওয়্যার ও সফটওয়্যারের মধ্যে পার্থক্য


Next Post Previous Post
No Comment
Add Comment
comment url