হালাল রুজির দোয়া

আল্লাহুম্মাকফিনী বি হালালিকা আন হারামিকা, ওয়া আগনিনী বিফাদলিকা আম্মান সিওয়াক

ঢাকা সিটি কলেজ কি সরকারি

ঢাকা সিটি কলেজ কি সরকারি

প্রিয় শিক্ষার্থী, আমরা জানতে পারব ঢাকা সিটি কলেজ কি সরকারি? এই কলেজে ভর্তি যোগ্যতা, মাসিক বেতন সহ যাবতীয় বিষয়।

বাংলাদেশের অন্যতম স্বনামধন্য ও শীর্ষস্থানীয় কলেজগুলোর মধ্যে একটি ঢাকা সিটি কলেজ।প্রতি বছর উচ্চ মাধ্যমিকের ফলাফলের ভিত্তিতে ঢাকা বোর্ডের সেরা দশ কলেজের মধ্যে ঢাকা সিটি কলেজ অন্যতম হিসেবে বিবেচিত হয়। এই কলেজ টি ১৯৫৭ সালে প্রতিষ্ঠিত হয়।

সিটি কলেজ ঢাকা কলেজ কোডঃ ১২৫০ । city college EIIN -107975, NU Code- 6408

ঢাকা সিটি কলেজ

ঢাকা শিক্ষা বোর্ডের অন্যতম এই কলেজটিতে উচ্চ মাধ্যমিক শ্রেণীতে বিজ্ঞান, ব্যবসায় শিক্ষা ও মানবিক বিভাগে শিক্ষা প্রদান করা হয়। এছাড়া জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধিভুক্ত ঢাকা সিটি কলেজটিতে বিবিএ, বিএসসি, অনার্স, সিএসই কোর্স করার ব্যবস্থা রয়েছে। এই কলেজটি বাংলাদেশের জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধিভুক্ত।


ঢাকা সিটি কলেজ কি সরকারি
 ঢাকা সিটি কলেজ কি সরকারি

ঢাকা সিটি কলেজ ভর্তির যোগ্যতা ২০২৪

ঢাকা সিটি কলেজ ভর্তি যোগ্যতা কত পয়েন্ট?

সিটি কলেজে একাদশ শ্রেনিতে ভর্তির যোগ্যতা সমূহ দেওয়া হলঃ

  • একাদশ শ্রেনিতে ভর্তির জন্য বিজ্ঞান বিভাগের শিক্ষার্থীকে জিপিএ ৫.০০ পয়েন্ট পেতে হবে (সর্বনিম্ন ১১৪০ নাম্বার)। এই কলেজে বিজ্ঞান শাখায় আসন আছে ১৯৭০ টি।
  • সিটি কলেজে বাণিজ্য বিভাগ ভর্তির জন্য এস এস সি পরীক্ষায় সর্বনিম্ন ৪.৫০ পয়েন্ট পেতে হবে। এই কলেজে ব্যবসায় শাখায় ১৭০০ টি আসন রয়েছে।
  • মানবিক বিভাগের জন্য এসঃ এস সি. পরীক্ষায় সর্বনিম্ন ৩.৫০ পয়েন্ট পেতে হবে। একাদশ শ্রেনিতে এই বিভাগে মোট ১৪০০ টি আসন রয়েছে।

ঢাকা সিটি কলেজ ভর্তি ফি ২০২৪

ঢাকা  সিটি কলেজে ২০২৪ সালে একাদশ শ্রেনিতে ভর্তি ফি সব মিলিয়ে মোট ৯৪২৪ টাকা। একাদশ দ্বাদশ এই ২ বছরে প্রায় ৯০,০০০ টাকার মতো খরচ হতে পারে।

ঢাকা সিটি কলেজ খরচ

ঢাকা সিটি কলেজ যেহেতু বেসরকারি একটি কলেজ তাই এই কলেজের বেতন সরকারি কলেজ গুলোর তুলনায় বেশি হয়ে থাকে। সিটি কলেজে একাদশ দ্বাদশ ছাড়াও অনার্স কোর্স করানো হয়। এখানে মাসিক বেতন আলাদা হয়ে থাকে। প্রথমে আলোচনা করছি একাদশ দ্বাদশ শ্রেনির খরচ নিয়ে।

ঢাকা সিটি কলেজ মাসিক বেতন

ঢাকা সিটি কলেজ একাদশ দ্বাদশ শ্রেনিতে মাসিক বেতন ১৬৫০ টাকা ও বিবিদ খরচ সহ ৪মাস পরপর ১৭০০০ টাকা প্রদান করতে হয়। বেতন পরিশোধের নিয়ম সমূহঃ

✅ঢাকা সিটি কলেজ প্রতি বছর প্রতি বর্ষে ৩ বারে তিন কিস্তিতে টাকা পরিশোধ করতে হয়। ১ম কিস্তিতে ৯৪২৪ টাকা কলেজ নির্ধারিত সময়ে পরিশোধ করতে হবে।যা কলেজে ভর্তির সময়ে প্রধান করতে হয়।

২য় কিস্তিতে ১৭,১০০ টাকা পরিশোধ করতে হবে । যাতে ৫ মাসের বেতন সহ অন্যান্য বিষয় অনতরভুক্ত থাকবে।৩য় কিস্তির সময় ১৭০০০ টাকা পরিশোধ করতে হবে। যাতে তিন মাসের বেতন ও বিবিধ বিষয় থাকে।

একাদশ ও দ্বাদশ শ্রেনিতে উপরের নিয়মে ৩৯,১৫০ টাকা পরিশোধ করতে হবে।

ঢাকা সিটি কলেজ অনার্স খরচ

ঢাকা সিটি কলেজ অনার্স খরচ
ঢাকা সিটি কলেজ অনার্স খরচ


এবার আলোচনা করা যাক  সিটি কলেজের অনার্স খরচ নিয়ে। ঢাকা সিটি কলেজে অনার্স ভর্তি খরচ ২৩৯৮৫ টাকা ও মাসিক বেতন ১৮০০ টাকা।কলেজে নিজস্ব কোন আবাসিক হল নেই। যেকোনো অনার্স কোর্সে ৪ টি করে সেশন আছে। Dhaka city college admission fee.

ঢাকা সিটি কলেজ অনার্স  ভর্তির যোগ্যতা ২০২৪

ঢাকা সিটি কলেজে অনার্সে ভর্তি কত পয়েন্ট লাগে? ঢাকা সিটি কলেজ অনার্স ভর্তির যোগ্যতা 2024 পেতে যে বিষয় গুলো জানা দরকার তা দেওয়া হল:

  • বিজ্ঞান ও ব্যবসায় শিক্ষা শাখা থেকে ২০১৮/২০১৯ সালের এস.এস.সি ও সমমান পরীক্ষায় ন্যূনতম জিপিএ ৩.৫ পয়েন্ট এবং ২০২০/২০২১ সালের এইচ.এস.সি. ও সমমান পরীক্ষায় ৪র্থ বিষয়সহ ন্যূনতম জিপিএ ৩.৫পয়েন্ট প্রাপ্ত শিক্ষার্থীরা আবেদন করতে পারবে।

  • মানবিক শাখা থেকে ২০১৮/২০১৯ সালের এস.এস.সি. ও সমমান পরীক্ষায় ন্যূনতম জিপিএ ৩.৫ পয়েন্ট এবং ২০২০/২০২১ সালের র এইচ.এস.সি. ও সমমান পরীক্ষায় ৪র্থ বিষয়সহ ন্যূনতম জিপিএ ৩.০ পয়েন্ট প্রাপ্ত শিক্ষার্থীরা আবেদন করতে পারবে।

  • কারিগরি শিক্ষা বাের্ড থেকে শুধুমাত্র এইচ এস সি (ভােকেশনাল) এইচ এস সি (বিজনেস ম্যানেজমেন্ট) এবং ডিপ্লোমা-ইন-কমার্স পরীক্ষায় উত্তীর্ণ শিক্ষার্থীরা শর্তপূরণ সাপেক্ষে আবেদন করতে পারবে।

ঢাকা সিটি কলেজ অনার্স সাবজেক্ট লিস্ট

ঢাকা সিটি কলেজে অনার্সে কি কি সাবজেক্ট আছে? Dhaka city college honours subject list ( সিটি কলেজ, ঢাকা অনার্স বিষয়ের তালিকা):

  • মার্কেটিং
  • ফাইনান্স ও ব্যাংকিং
  • বাংলা
  • ইংরেজি বিভাগ
  • বি.এসসি. অনার্স-ইন-কম্পিউটার সায়েন্স এ- ইঞ্জিনিয়ারিং,
  •  ব্যাচেলর অব বিজনেস এ্যাডমিনিস্ট্রেশন (বিবিএ প্রফেশনাল) এবং স্নাতকোত্তর পর্যায়ে বিভিন্ন কোর্স পাঠদান করা হয়। 

প্রফেশনাল অনার্স কোর্স কি


 ঢাকা সিটি কলেজ ভবন ঃ

  1. কলেজ ভবন মোট ৪টি। প্রতিটি ভবন ৬ তলা বিশিষ্ট।
  2. কলেজের নিচতলায় গাড়ি পার্কিংয়ে জায়গা রয়েছে।
  3. কলেজের নিচতলায় পশ্চিম পাশে ৬টি কাউন্টার রয়েছে, এই কাউন্টারগুলো থেকে ঢাকা সিটি কলেজ ভর্তি কার্যক্রম পরিচালনা করা হয়।
  4. এই কলেজের নিচতলার পশ্চিম পাশে পরীক্ষা নেওয়ার ব্যবস্থা রয়েছে।
  5. কলেজ ভবনের ৪র্থ তলায় সিএসই (CSE) ডিপার্টমেন্ট রয়েছে।
  6. ভবনের প্রতিটি ফ্লোরে টয়লেটের ব্যবস্থা রয়েছে।
  7. সিসি টিভি ক্যামেরা দারা নিরাপত্তা প্রদান করা হয়।
  8. এছাড়াও কলেজ ভবনের মধ্যে লিফট রয়েছে এবং ক্লাস রুমে সম্পূর্ণ শীতাতপ নিয়ন্ত্রিত ব্যবস্থা করা আছে। কলেজের নিচতলায় বিশাল বড় গ্যারেজ রয়েছে ।

ঢাকা সিটি কলেজের সহশিক্ষা

একাডেমিক শিক্ষা ছাড়াও সাংস্কৃতিক অনুষ্ঠান, শিক্ষা সফর, বিতর্ক প্রতিযোগিতা, কম্পিউটার প্রোগ্রামিং প্রতিযোগিতা ইত্যাদিতে শিক্ষার্থীদের অংশগ্রহণের ব্যবস্থা রয়েছে। আটটি ক্লাব রয়েছে। যথা:-

  • বিজ্ঞান ক্লাব
  • ইংলিশ ল্যাংগুয়েজ ক্লাব
  • কালচারাল ক্লাব
  • নেচার ক্লাব
  • ফটোগ্রাফি ক্লাব
  • ডিবেট ক্লাব
  • রোবার ক্লাব
  • বিজনেস ক্লাব
ভর্তির বিষয় নিয়ে ঢাকা সিটি কলেজের ওয়েবসাইটে গিয়ে দেখে নিতে পারেন।
Read more:

জাতীয় বিশ্ববিদ্যালয়ের অনার্স কলেজের তালিকা ২০২৩

 

Next Post Previous Post
1 Comments
  • Anonymous
    Anonymous October 2, 2022 at 6:40 AM

    Professional honours course scholarship ace?

Add Comment
comment url