হালাল রুজির দোয়া

আল্লাহুম্মাকফিনী বি হালালিকা আন হারামিকা, ওয়া আগনিনী বিফাদলিকা আম্মান সিওয়াক

অনার্স ১ম রিলিজ স্লিপ আবেদন ২০২৪

রিলিজ স্লিপ আবেদন ২০২৪,
রিলিজ স্লিপ আবেদন ২০২৪

রিলিজ স্লিপ আবেদন ২০২৪

অনার্স ১ম রিলিজ স্লিপ আবেদন কবে শুরু ২০২৪

জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীনে ২০২৩-২৪ শিক্ষাবর্ষের অনার্স ১ম বর্ষের ১ম রিলিজ স্লিপ আগামী ১৩ জুলাই ২০২৪ বিকাল ৪ টা থেকে শুরু হবে । যা চলবে ২৩ জুলাই ২০২৪ তারিখ রাত ১২ টা পর্যন্ত।

প্রশ্নঃ রিলিজ স্লিপ কি ?

উঃ জাতীয় বিশ্ববিদ্যালয়ে অনার্স ১ম বর্ষের ভর্তি আবেদন ২০২৪ প্রথম আবেদন করা কলেজে চান্স না হলে নতুন করে ৫ টি কলেজ ও বিষয় নির্বাচন করে ভর্তি হওয়ার সুযোগ দেওয়ার জন্য যে স্লিপ দেওয়া হয়, তাই হলো রিলিজ স্লিপ।
যারা ১ম ও ২য় মেরিটে লিস্টে চান্স পায় নাই অথবা পেলেও ভর্তি হয়নাই তারা আবার রিলিজ স্লিপে আবেদন করতে হবে।।

( বিঃদ্রঃ যারা প্রাথমিক আবেদন করে নাই । আবার আবেদন করছে ব্যাংকে টাকা জমা দিছে তবে ফর্ম কলেজে জমা দেয়নি, তারা রিলিজ স্লিপে আবেদন করতে পারবেন না। )


রিলিজ স্লিপ আবেদন কিভাবে করব

প্রশ্নঃ রিলিজে কয়টা কলেজ আবেদন করা যাবে ?

উঃ ৫টা কলেজে আবেদন করা যায়, যা আপনার ইচ্ছা মত।এমনকি প্রাথমিক আবেদন যে কলেজে করেছেন ওটাতেও। তবে ৫টাই দিতে হবে। কমও না আবার বেশিও না , ৫ টাই আবেদন করতে হবে।

প্রশ্নঃ কতটি সাবজেক্ট চয়েস দেয়া যাবে ?

উঃ যে কয়টা প্রদর্শিত হবে সব। আপনি চাইলে ১টাতেও সাবজেক্ট সিলেক্ট করতে পারবেন।

প্রশ্নঃ রিলিজ স্লিপে আবেদনের সময়
কি কিছু লাগবে ?
উঃ না, আপনার প্রাথমিক আবেদন ফর্মটাতে যে পিন ও রোল নাম্বার আছে সেটা লাগবে। এই রোল ও পিন নাম্বার দোকানদারকে দিবেন ।বাকি কাজ তারা করে দিবে ।

প্রশ্নঃ রিলিজ ফর্মটা কি আবার কলেজে জমা দিতে হবে ?

উঃ রিলিজ ফরমটা কিছু করতে হবে না। ফর্মটা বাসায় এনে যত্ন করে রেখে দিবেন। কলেজে আর কোন টাকা বা কাগজ জমা দেয়া লাগবে না।


প্রশ্নঃ চান্স পেলে কি করবো ?
উঃ উপরের দেয়া আছে কি কি কাগজ লাগবে ।

প্রশ্নঃ রিলিজ স্লিপে চান্স পাইলে কি মাইগ্রেশন করা যাবে ? বা পরে কি সাবজেক্ট পরিবর্তন করার কোনো উপায় থাকবে?
উঃ না এবং না।

প্রশ্নঃ যদি ১ম রিলিজে ভর্তি না হই ?
উঃ প্রথম রিলিজে ভর্তি না হয়ে থাকেন তবে ২য় রিলিজে আবেদন করবেন। ঠিক ১ম রিলিজে যেভাবে আবেদন করেছেন।
কিন্তু ২য় রিলিজে সিট খালি থাকা সাপেক্ষে দিবে।আবার ৩য় রিলিজের আশায় কেউ থাইকেন না ।

প্রশ্নঃ রিলিজ ফর্ম টা ভুল হয়ে গেলে পরিবর্তন করে নতুন আবেদন করতে পারবো কি?

উঃ হ্যাঁ , তবে মাত্র ১বার পরিবর্তন করতে পারবেন।দোকানদারকে বলবেন যেখানে ভুল হয়েছে সেটা ঠিক করে আবেদন করতে পারবেন।


প্রশ্নঃ ২য় রিলিজে আবেদনের রেজাল্ট কবে
দিবে ?
উঃ ১ম ও ২য় মেরিট বা ১ম রিলিজ, ২য় রিলিজ প্রত্যেকটার রেজাল্ট আবেদনের শেষ সময় থেকে ১ থেকে ৭ দিনের মধ্যে দিয়ে থাকে। সেইসাথে পর্যায়ক্রমে ১টি ফলাফল প্রকাশ ও ভর্তি শেষ হলে পরেরটির জন্য নোটিশ দেয় । কোনো
ভাবেই একটির কার্যক্রম চলাকালীন অপরটির আবেদন সংক্রান্ত নোটিশ প্রকাশ করা হয় না ।


প্রশ্নঃ আবেদন ফরম জমা দেওয়ার পর কি কোনো মেসেজ আসবে ?
উঃ হ্যাঁ, ১টি মেসেজ আসবে ১ থেকে ৭ দিনের মধ্যে। আর মেসেজ না আসলে অনলাই‌নে আপনার আই‌ডি লগইন ক‌রে দেখ‌বেন "Received" লেখা আ‌ছে কিনা। য‌দি রি‌সিভড লেখা না থাকে তাহ‌লে দ্রুত স্বশরীরে কলেজে উপস্থিত হয়ে যোগাযোগ করতে হবে।


রিলিজ স্লিপ আবেদন লিংক

প্রশ্নঃ রিলিজ স্লিপ আবেদন লিংক কি

উঃ হ্যাঁ আছে। আপনার কাছে যে আবেদন ফরম টি আছে (স্টুডেন্ট কপিটা তে) ওটাতে ১টি পিন ও পাসওয়ার্ড আছে। ঐটা দিয়ে NU ওয়েব সাইটে { http://app5.nu.edu.bd/nu-web/applicantLogin } লগ ইন করলে Status - লাল রঙে Submit লেখা থাকবে। আর কলেজ আবেদন বা ইমেল গ্রহন করলে তা সবুজ রঙে Received লেখা হয়ে যাবে। Received লেখা থাকলে আর কোন চিন্তা নাই, রেজাল্টের জন্য অপেক্ষা করবেন। [১ম ছবিতে লাল মার্ক করে রোল আর পিন দেখানো হয়েছে |
এই লিংক এ- http://admission.nu.edu.bd/ চেক করতে পারবেন।

প্রশ্নঃ আবেদন ফরম কলেজে জমা দিওয়ার আগে কত টাকা পেইমেন্ট করতে হবে ভাই ?
উঃ ২৫০ টাকা এবং পেইমেন্ট করার পর ট্রানজেকশন আইডি টা আবেদন ফরমের উপর লিখে ছবি তুলে কলেজে ইমেলের মাধ্যমে পাঠাতে হবে। অথবা নিজে জমা দিয়ে আসবেন।


প্রশ্নঃ১ম মেরিটের রেজাল্ট কবে
দিবে ?
উঃ নোটিশ দিলে জানতে পারবেন ।

প্রশ্নঃ নোটিশ কবে দিবে ?
উঃ আবেদন শেষের ১ থেকে ৭ দিনের মধ্যে নোটিশ দিলে জানতে পারবেন।

প্রশ্নঃ অনলাইনে দেখেছি Received করছে।কিন্তু মেসেজ আসে নাই। সমস্যা হবে ?
উঃ কোনো সমস্যা নেই...

প্রশ্নঃ রেজাল্ট দেখবো কিভাবে ?
উঃ রেজাল্ট মেসেজের মাধ্যমে জানতে মেসেজ অপশনে গিয়ে টাইপ করুন NU<space>ATHN<space>Roll পাঠিয়ে দিন
16222 নম্বরে। এখানে আবেদন ফরমের রোল নম্বর দিতে হবে এবং এই একই পদ্ধতিতে
মেধা ও রিলিজের আবেদনের ফলাফল দেখতে পারবেন।

প্রশ্নঃ আমার ১ম মেরিটে চান্স না হলে কি হবে ?
উঃ আবার ২য় মেরিট দিবে।

প্রশ্নঃ ১ম মেরিটে চান্স পেয়েছি তবে ঐ সাবজেক্ট পছন্দ না । এখন কি হবে ?

উঃ১ম মেরিটে সুযোগ পেয়ে
আপনি যদি ভর্তি না হন তবে আর আপনার রেজাল্ট ২য় মেরিটে দিবে না।
আপনাকে রিলিজে আবেদন করা লাগবে।


প্রশ্নঃ আর যদি ২য় মেরিটেও সুযোগ পেয়ে ভর্তি না হই তবে কি আমার সিট থাকবে?
উঃ তখন আপনাকে রিলিজ স্লিপ তুলতে হবে।আর আপনার সিট থাকবে না।

প্রশ্নঃ সুযোগ পাওয়ার পর কি করবো?

উঃ সুযোগ পাওয়ার পর আপনাকে ১টি ফর্ম অনলাইন থেকে ডাউনলোড করত হবে।আর এই ফরমটি হচ্ছে ভর্তি ফরম । এই ফর্মটিতে কিছু তথ্য দিতে হবে। যেমনঃআপনার থানা,বাবার নাম,মায়ের নাম,মোবাইল নাম্বর ইত্যাদি। এই ফর্মটি ২ কপি নামাতে হবে। ১টি হবে কলেজ কপি এবং আর ১টি হবে স্টুডেন্ট কপি।

প্রশ্নঃ মেরিট লিস্টে/১ম রিলিজে চান্স পেয়েছি। চূড়ান্ত ভর্তি ফরম ডাউনলোড করেছি তবে ভর্তি হতে চাইনা আমি কি ১ম রিলিজে/২য় রিলেজে আবেদন করতে পারবো ?

উঃ হ্যাঁ পারবেন।

প্রশ্নঃ মাইগ্রেশন কিভাবে করবো ?
উঃ শুধু মাত্র ১ম ও ২য় মেরিট লিস্টে
সুযোগ প্রাপ্তরা মাইগ্রেশন করতে পারবে। সুযোগ পাওয়ার পর যে ফর্মটি ডাউনলোড করতে
যাবেন তখন দোকানদারকে বলবেন যে মাইগ্রেশন অপশনটা চালু রাখতে। তাহলেই হয়ে যাবে।

প্রশ্নঃমাইগ্রেশন এর নিয়ম কি ?
উঃ ধরুন, আপনি ৪টা সাবজেক্ট চয়েজ করেছেন।এখন ৩ বা চার নাম্বারটা পেয়েছেন।মাইগ্রেশ করলে আপনি ২ বা ১ নম্বরটা পাবেন।আর নং টাই যদি আসে তবে আর মাইগ্রেশন হবে না। মাইগ্রেশন নিচ থেকে উপরের দিকে যায়। উপর থেকে নিচের দিকে আসে না।
আর মাইগ্রেশন করলেই যে পাবেন এমন কোন নিয়ম নাই। এটা ভাগ্যের ব্যাপার |

প্রশ্নঃ মাইগ্রেশন এর রেজাল্ট কখন দিবে ?
উঃ ২য় মেরিট বা মেধা তালিকা প্রকাশের দিন মাইগ্রেশনের রেজাল্ট অটোমেটিক মেসেজের মাধ্যমে পেয়ে যাবেন। যাদের মেসেজ যাবে না তাদের মাইগ্রেট হবে না।সার্ভার সমস্যার কারনে মেসেজ নাও পেতে পারেন । তাই ওয়েবসাইটে চেক করে নিবেন।

প্রশ্নঃ যদি মাইগ্রেশন হয় তবে কি করতে হবে ?
উঃ মাইগ্রেশন হলে আপনাকে আবার রোল পিন দিয়ে লগ ইন করে ১টা ফরম ডাউনলোড করতে হবে, এবং তা যে ডিপার্টমেন্টে চান্স পেয়েছেন ঐ ডিপার্টমেন্টে জমা দিবেন।আর কিছু না এবং টাকাও দেয়া লাগবে না...

প্রশ্নঃ মাইগ্রেট হওয়ার পর যদি আমি মত পরিবর্তন করি,যে সাবজেক্ট চান্স পেয়েছি ঐটাতে থাকি সেটা কি পারবো ?
উঃ না,কোনো ভাবেই পারবেন না। যদি আপনার মাইগ্ৰেশন হয় আর আপনি ভর্তি ফরম পূরণ না করেন অর্থাৎ জমা না দেন তবে সার্কুলার অনুযায়ী আপনার ভর্তি বাতিল হয়ে যাবে। কোনো ভাবেই আপনি নিজের ইচ্ছাতে বা কলেজের ইচ্ছাতে সাবজেক্ট পরিবর্তন করতে পারবেন না ।

প্রশ্নঃ মাইগ্রেশন করা কি বাধ্যতা মূলক ?
উঃ না। এটা আপনার ইচ্ছা। যদি সাবজেক্ট পছন্দ না হয় তবে মাইগ্রেশন করতে পারেন , এতে করে আপনার পছন্দ তালিকার উপরের সাবঃ পেতে পারেন । যদি আপনি মাইগ্রেশন করতে ইচ্ছুক না থাকেন তবে অব্যশই ফরম ডাউনলোডের সময় দোকানদারকে মাইগ্রেশন অপশন অফ করতে বলবেন। কারন ১বার সাবমিট হলে আর ঠিক করার চান্স নেই ।

প্রশ্নঃ ভর্তি হতে কত টাকা লাগবে ?

উঃ একেক কলেজে একেক রকম টাকা লাগে , তবে সরকারি কলেজে ৩-৫ হাজার টাকা লাগে , নতুন সরঃ হওয়া কলেজে ৪-৬ হাজার লাগতে পারে। অন্যদিকে বেসরকারি কলেজে ৭-২০ হাজার টাকা লাগতে পারে ।

যারা বেসরকারি কলেজে ভর্তি আবেদন করবেন তারা আগে থেকেই ওই কলেজের সকল খরচাপাতি সম্পর্কে সরাসরি কলেজ/কলেজের ওয়েবসাইট থেকে দেখে আসবেন । কারন অনেক সময় দেখা যায় অনেকে তাড়াহুড়া করতে গিয়ে এমন এক বেসরকারি কলেজে ভর্তি হয়ে যায় , যেখানে তার পক্ষে কলেজের খরচ চালানো সম্ভব না । তাই এই দিকটা খুবই ভালভাবে দেখবেন |


প্রশ্নঃ ভর্তির সময় কি কি জমা দিতে হবে ?

উঃ কলেজ ভেদে ভিন্ন ভিন্ন ডকুমেন্টস লাগে , তবে সাধারণত নিম্নোক্ত কাগজপত্র গুলোই লাগে...
SSC ও HSCএর মূল মার্কশীট, মূল রেজিঃ কার্ড, মূল প্রশংসা পত্র, ২ বা ৪ কপি পাসপোর্ট সাইজের ছবি,আবেদন
ফরম, ভর্তির ফরম।

এগুলোর আবার ফটো কপি ২ বা ৪টি সেট । (অনেক সরকারিতে মূল রেজিস্ট্রেশন কার্ড লাগে । উদাহরনঃ রংপুর সঃকলেজ ও কারমাইকেল কলেজ)।

প্রশ্নঃ ছবি যদি ভিন্ন ভিন্ন আবেদনের সময় ১টা আর ভর্তির সময় অন্যটা দিলে সমস্যা আছে ?
উঃ না।


প্রশ্নঃ ১ম ও ২য় মেরিটে চান্স পাইনি এখন কি করবো ?
উঃ রিলিজ স্লিপ তুলবেন।

অনার্স ভর্তি সম্পর্কিত যে কোন সমস্যার জন্য নিচে কমেন্টস করতে পারেন , সর্বোচ্চ সঠিক তথ্য এবং দিকনির্দেশনা দেওয়ার চেষ্টা করব।

জাতীয় বিশ্ববিদ্যালয়ের অনার্স কলেজের তালিকা

Next Post Previous Post
2 Comments
  • Anonymous
    Anonymous September 3, 2022 at 11:20 AM

    সরাসরি কি ভতি হওয়া যাবে

    • ah study center
      ah study center September 3, 2022 at 3:00 PM

      অনার্সে সরাসরি ভতি হওয়া যাবে না

Add Comment
comment url