অনার্স ১ম রিলিজ স্লিপ আবেদন ২০২৫
রিলিজ স্লিপ আবেদন ২০২৪ |
রিলিজ স্লিপ আবেদন ২০২৫
অনার্স ১ম রিলিজ স্লিপ আবেদন কবে শুরু ২০২৫
জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীনে ২০২৫-২৬ শিক্ষাবর্ষের অনার্স ১ম বর্ষের ১ম রিলিজ স্লিপ আগামী ১৩ জুলাই ২০২৫ বিকাল ৪ টা থেকে শুরু হবে । যা চলবে ২৩ জুলাই ২০৫ তারিখ রাত ১২ টা পর্যন্ত।
প্রশ্নঃ রিলিজ স্লিপ কি ?
উঃ জাতীয় বিশ্ববিদ্যালয়ে অনার্স ১ম বর্ষের ভর্তি আবেদন ২০২৫ প্রথম আবেদন করা কলেজে চান্স না হলে নতুন করে ৫ টি কলেজ ও বিষয় নির্বাচন করে ভর্তি হওয়ার সুযোগ দেওয়ার জন্য যে স্লিপ দেওয়া হয়, তাই হলো রিলিজ স্লিপ।
যারা ১ম ও ২য় মেরিটে লিস্টে চান্স পায় নাই অথবা পেলেও ভর্তি হয়নাই তারা আবার রিলিজ স্লিপে আবেদন করতে হবে।।
( বিঃদ্রঃ যারা প্রাথমিক আবেদন করে নাই । আবার আবেদন করছে ব্যাংকে টাকা জমা দিছে তবে ফর্ম কলেজে জমা দেয়নি, তারা রিলিজ স্লিপে আবেদন করতে পারবেন না। )
রিলিজ স্লিপে আবেদন করার নিয়ম
প্রশ্নঃ রিলিজে কয়টা কলেজ আবেদন করা যাবে ?
উঃ ৫টা কলেজে আবেদন করা যায়, যা আপনার ইচ্ছা মত।এমনকি প্রাথমিক আবেদন যে কলেজে করেছেন ওটাতেও। তবে ৫টাই দিতে হবে। কমও না আবার বেশিও না , ৫ টাই আবেদন করতে হবে।
প্রশ্নঃ কতটি সাবজেক্ট চয়েস দেয়া যাবে ?
উঃ রিলিজ ফরমটা কিছু করতে হবে না। ফর্মটা বাসায় এনে যত্ন করে রেখে দিবেন। কলেজে আর কোন টাকা বা কাগজ জমা দেয়া লাগবে না।
উঃ হ্যাঁ , তবে মাত্র ১বার পরিবর্তন করতে পারবেন।দোকানদারকে বলবেন যেখানে ভুল হয়েছে সেটা ঠিক করে আবেদন করতে পারবেন।
প্রশ্নঃ আবেদন ফরম জমা দেওয়ার পর কি কোনো মেসেজ আসবে ?
উঃ হ্যাঁ, ১টি মেসেজ আসবে ১ থেকে ৭ দিনের মধ্যে। আর মেসেজ না আসলে অনলাইনে আপনার আইডি লগইন করে দেখবেন "Received" লেখা আছে কিনা। যদি রিসিভড লেখা না থাকে তাহলে দ্রুত স্বশরীরে কলেজে উপস্থিত হয়ে যোগাযোগ করতে হবে।
রিলিজ স্লিপ আবেদন পদ্ধতি
প্রশ্নঃ রিলিজ স্লিপ আবেদন লিংক কি
উঃ একেক কলেজে একেক রকম টাকা লাগে , তবে সরকারি কলেজে ৩-৫ হাজার টাকা লাগে , নতুন সরঃ হওয়া কলেজে ৪-৬ হাজার লাগতে পারে। অন্যদিকে বেসরকারি কলেজে ৭-২০ হাজার টাকা লাগতে পারে ।
যারা বেসরকারি কলেজে ভর্তি আবেদন করবেন তারা আগে থেকেই ওই কলেজের সকল খরচাপাতি সম্পর্কে সরাসরি কলেজ/কলেজের ওয়েবসাইট থেকে দেখে আসবেন । কারন অনেক সময় দেখা যায় অনেকে তাড়াহুড়া করতে গিয়ে এমন এক বেসরকারি কলেজে ভর্তি হয়ে যায় , যেখানে তার পক্ষে কলেজের খরচ চালানো সম্ভব না । তাই এই দিকটা খুবই ভালভাবে দেখবেন |
উঃ কলেজ ভেদে ভিন্ন ভিন্ন ডকুমেন্টস লাগে , তবে সাধারণত নিম্নোক্ত কাগজপত্র গুলোই লাগে...
SSC ও HSCএর মূল মার্কশীট, মূল রেজিঃ কার্ড, মূল প্রশংসা পত্র, ২ বা ৪ কপি পাসপোর্ট সাইজের ছবি,আবেদন
ফরম, ভর্তির ফরম।
এগুলোর আবার ফটো কপি ২ বা ৪টি সেট । (অনেক সরকারিতে মূল রেজিস্ট্রেশন কার্ড লাগে । উদাহরনঃ রংপুর সঃকলেজ ও কারমাইকেল কলেজ)।
প্রশ্নঃ ছবি যদি ভিন্ন ভিন্ন আবেদনের সময় ১টা আর ভর্তির সময় অন্যটা দিলে সমস্যা আছে ?
উঃ না।
অনার্স ভর্তি সম্পর্কিত যে কোন সমস্যার জন্য নিচে কমেন্টস করতে পারেন , সর্বোচ্চ সঠিক তথ্য এবং দিকনির্দেশনা দেওয়ার চেষ্টা করব।
সরাসরি কি ভতি হওয়া যাবে
অনার্সে সরাসরি ভতি হওয়া যাবে না