অনার্স প্রফেশনাল কোর্স কি | প্রফেশনাল অনার্স খরচ | অনার্স কলেজ তালিকা
অনার্স প্রফেশনাল কোর্স কি
অনার্স প্রফেশনাল কোর্স এবং জেনারেল অনার্স কোর্সের মধ্যে পার্থক্য বিদ্যমান।
প্রফেশনাল অনার্স কি
অনার্স প্রফেশনাল কোর্স কি |
অনার্স প্রফেশনাল কোর্স কি
অনার্স প্রফেশনাল হচ্ছে ২ সেমিস্টার করে ৪ বছরে ৮ সেমিস্টার সিস্টেমে ইংরেজী ভার্সন ভিত্তিক গুরুত্বপূর্ণ একটা কোর্স।এই কোর্স টি ইংরেজী মাধ্যমে পড়ানো হয় তাই এতে বাংলার কোন লেশ নাই। সরকারি কোন কলেজে এই কোর্স করানো হয় না।
ইতোমধ্যে জেনারেল অনার্স কোর্সের আবেদন শেষ হয়েছে,কিছুদিন পর হয়তো প্রফেশনাল অনার্স কোর্স এর আবেদনের তারিখ ঘোষণা করবে।
অনার্স প্রফেশনাল কোর্স
- আবেদনের তারিখ: অনলাইনে আবেদন সহ ফরম পূরণ ও পিডিএফ ০৪-০৭-২০২৪ থেকে ৩১-০৭-২০২৪ তারিখ
- প্রফেশনাল অনার্সে আবেদনের শেষ তারিখ: ৩১-০৭-২০২৪ রাত ১২ টা পর্যন্ত ।
- আবেদনের ফিঃ ৩৫০ টাকা মোবাইল ব্যাংকিং বা সরাসরি জমা দিতে হবে।
- ক্লাস শুরুঃ ০১-০৯-২০২৪
অনার্স প্রফেশনাল কোর্স আবেদনের যোগ্যতা
ক) বাংলাদেশে স্বীকৃত যে কোন শিক্ষা বোর্ড/উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের মানবিক শাখা/ব্যবসায় শিক্ষা শাখা/বিজ্ঞান শাখা থেকে ২০২১/২০২২/২০২৩ সালের HSC ও সমমান পরীক্ষায় (৪র্থ বিষয়সহ) ন্যূনতম জিপিএ ২.৫ এবং ২০১৯/২০২০/২০২১ সালের SSC ও সমমান পরীক্ষায় (৪র্থ বিষয়সহ) ন্যূনতম জিপিএ ২.৫ প্রাপ্ত শিক্ষার্থীরা আবেদন করতে পারবে।
খ) বাংলাদেশ কারিগরি শিক্ষা বোর্ড থেকে শুধুমাত্র ।) এইচ.এস.সি. (ভোকেশনাল) ii) এইচ.এস.সি. (বিজনেস্ ম্যানেজমেন্ট এন্ড টেকনোলজি) iii) ডিপ্লোমা-ইন-কমার্স
পরীক্ষায় উত্তীর্ণ শিক্ষার্থীরা অনুচ্ছেদ-১ এর ক নং শর্তপূরণ সাপেক্ষে আবেদন করতে পারবে।
গ) আবেদনকারীদের উচ্চ মাধ্যমিক ও সমমান পরীক্ষায় পঠিত বিষয়সমূহ থেকে ভর্তি যোগ্য (Eligible) কোর্স নির্ধারণ করা হবে। উক্ত পঠিত বিষয়ে (২০০ নম্বরের) ন্যূনতম গ্রেড পয়েন্ট ২.৫ থাকতে হবে।
ঘ) ২০১৯/২০২০/২০২১ সালের O-Level পরীক্ষায় তিনটি বিষয়ে 'বি' গ্রেডসহ অন্তত চারটি বিষয়ে উত্তীর্ণ এবং ২০২১/২০২২/২০২৩ সালের A-Level পরীক্ষায় একটি বিষয়ে 'বি' গ্রেডসহ অন্তত দুইটি বিষয়ে উত্তীর্ণ শিক্ষার্থীরা এ ভর্তি কার্যক্রমে অন্যান্য শর্তপূরণ সাপেক্ষে আবেদন করতে পারবে। এ সকল শিক্ষার্থী নির্ধারিত সময়ের মধ্যে সরাসরি ডিন, স্নাতকপূর্ব শিক্ষা বিষয়ক স্কুল, জাতীয় বিশ্ববিদ্যালয় বরাবর অথবা ইমেইল এ্যাড্রেসে (drughonours@gmail.com) আবেদন পত্র প্রেরণ করবে। সাদা কাগজে লিখিত আবেদন পত্রে আবেদনকারীর নাম, পিতা-মাতার নাম, ভর্তিচ্ছু কোর্সের নাম, প্রতিষ্ঠানের নাম ও নিবন্ধিত ব্যক্তিগত মোবাইল নম্বর উল্লেখ করতে হবে। উল্লেখ্য যে, ভর্তিচ্ছু কোর্সটি সংশ্লিষ্ট কলেজ/প্রতিষ্ঠানে অধিভুক্ত থাকতে হবে। এছাড়া আবেদন পত্রের সঙ্গে আবেদনকারীর O-Level ও A-Level পরীক্ষার ট্রান্সক্রিপ্ট ও পাসপোর্ট সাইজের দুই কপি সত্যায়িত ছবি সংযুক্ত করতে হবে।
ঙ) বিদেশী সার্টিফিকেটধারী শিক্ষার্থীদের (বাংলাদেশের নাগরিক হতে হবে) ক্ষেত্রে বাংলাদেশ-এ স্বীকৃত যে কোন শিক্ষা বোর্ড কর্তৃক তাদের অর্জিত মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক পর্যায়ের নম্বরপত্রের সমতা নিরূপণ করা হলে তারাও এ ভর্তি কার্যক্রমে সকল শর্তপূরণ সাপেক্ষে আবেদন করতে পারবে। এ সকল শিক্ষার্থী নির্ধারিত সময়ের মধ্যে সরাসরি ডিন, স্নাতকপূর্ব শিক্ষা বিষয়ক স্কুল, জাতীয় বিশ্ববিদ্যালয় বরাবর অথবা ইমেইল এ্যাড্রেসে (drughonours@gmail.com) আবেদন পত্র প্রেরণ করবে। সাদা কাগজে লিখিত আবেদন পত্রে আবেদনকারীর নাম, পিতা-মাতার নাম, ভর্তিচ্ছু কোর্সের নাম, প্রতিষ্ঠানের নাম ও নিবন্ধিত ব্যক্তিগত মোবাইল নম্বর উল্লেখ করতে হবে। উল্লেখ্য যে, ভর্তিচ্ছু কোর্সটি সংশ্লিষ্ট কলেজ/প্রতিষ্ঠানে অধিভুক্ত থাকতে হবে। এছাড়া আবেদন পত্রের সঙ্গে
আবেদনকারীর সকল পরীক্ষার ট্রান্সক্রিপ্ট, নম্বরপত্রের সমতা নিরূপনের কপি ও পাসপোর্ট সাইজের দুই কপি সত্যায়িত ছবি সংযুক্ত করতে হবে।
চ) জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীনে ২০২১-২০২২ অথবা ২০২২-২০২৩ শিক্ষাবর্ষে স্নাতক (সম্মান), স্নাতক (সম্মান) প্রফেশনাল ও স্নাতক (পাস) নিয়মিত/প্রাইভেট কোর্সে ভর্তি হওয়ার পর রেজিস্ট্রেশন কার্ড ইস্যু হয়ে থাকলে সে সকল শিক্ষার্থী ২০২৩-২০২৪ শিক্ষাবর্ষে ১ম বর্ষ স্নাতক (সম্মান) প্রফেশনাল কোর্সে ভর্তি হতে পারবে না। তবে পূর্ববর্তী শিক্ষাবর্ষের ভর্তি বাতিলপূর্বক ২০২৩-২০২৪ শিক্ষাবর্ষে ১ম বর্ষ স্নাতক (সম্মান) প্রফেশনাল কোর্সে ভর্তি হতে পারবে।
ছ) একই শিক্ষাবর্ষে অথবা দুটি ভিন্ন শিক্ষাবর্ষে কোন শিক্ষার্থী স্নাতক (সম্মান), স্নাতক (সম্মান) প্রফেশনাল ও স্নাতক (পাস) নিয়মিত/প্রাইভেট কোর্সে দ্বৈত ভর্তি হলে তার উভয় ভর্তি ও রেজিস্ট্রেশন বাতিল বলে গণ্য হবে।
জেনারেল অনার্স এবং প্রফেশনাল অনার্সের মধ্যে পার্থক্য:
১।জেনারেল অনার্স বাংলা ভার্সনের,প্রফেশনাল অনার্স ইংরেজী ভার্সনের।
২।জেনারেল অনার্স সব জায়গায় পড়ানো হয়।সারা বাংলাদেশে প্রায় ২ হাজারের বেশী সরকারি বেসরকারি কলেজ রয়েছে যার মধ্যে ৭৭০+ কলেজে জেনারেল অনার্স পড়ানো হয়। আর প্রফেশনাল অনার্স পড়ানো হয় অল্প সংখ্যক বেসরকারি কলেজ এবং ইনস্টিটিউটে।
৩।সাধারণ অনার্স সরকারি বেসরকারি দুটোতেই পড়া যায়। প্রফেশনাল অনার্স কোর্স(Professional Honors Course) কোন সরকারি কলেজে পড়ানো হয়না।
প্রফেশনাল অনার্স খরচ |
প্রফেশনাল অনার্স খরচ
প্রফেশনাল অনার্স করতে কত টাকা লাগে?
৪।সাধারণ অনার্সে খরচ তুলনামূলক কম লাগে।সাধারণ অনার্সের চেয়ে প্রফেশনাল অনার্সে খরচ বেশি।জেনারেল অনার্সে সরকারি কলেজে ৪ বছরে খরচ হয় ৩০ হাজার টাকার মতো,বেসরকারী কলেজে ৪ বছরে খরচ হয় ৮০ হাজার টাকা থেকে ১ লাখ ৩০ হাজার টাকার মতো। সেই তুলনায় ৪ বছরে অনার্স প্রফেশনাল অনার্স খরচ হয় ১ লাখ ৬০ হাজার টাকা থেকে ২ লাখ ৬০ হাজার টাকার মতো।(খরচ কম বা বেশি হতে পারে।এটা নির্ভর করে প্রতিষ্ঠানের উপর। এখানে গড় খরচের হিসাব দেওয়া হলো।)
৫। জাতীয় বিশ্ববিদ্যালয়ে জেনারেল অনার্সে কোন ইন্টার্নশীপ নাই।অন্যদিকে প্রফেশনাল কোর্স শেষে ০৩ মাসের ইন্টার্নশীপ করার সুবিধা রয়েছে।ফলে চাকুরী বাজারে প্রবেশের আগেই চাকুরী সম্পর্কিত বাস্তব জ্ঞান অর্জন করতে পারে। যার কারনে প্রফেশনালে পড়া স্টুডেন্টরা দ্রুত চাকুরী পেয়ে যায়।প্রায় ৭০% স্টুডেন্টদের ইন্টার্নশীপেই চাকুরী কনফার্ম হয়ে যায়।
৬।প্রফেশনাল অনার্স কোর্স ইংরেজী ভার্সন হওয়ায় চাকুরীর বাজারে জেনারেল অনার্স পড়ুয়া স্টুডেন্টদের চেয়ে প্রফেশনালের স্টুডেন্ট দের চাহিদা বেশি থাকে।আর ইংরেজি মাধ্যমে পরার ফলে ইংরেজিতে দক্ষ থাকে, এতে বিভিন্ন মাল্টিন্যাসনাল জবে তারা এগিয়ে থাকে।
৭।জেনারেল অনার্সের কোন সাবজেক্ট প্রফেশনালে পড়ানো হয়না,আবার প্রফেশনালের কোন সাবজেক্ট জেনারেল অনার্সে পড়ানো হয়না।৮।জেনারেল অনার্সে বছরে একবার পরীক্ষা অনুষ্ঠিত হয়ে থাকে, প্রফেশনাল অনার্স কোর্স এ ২ সেমিস্টার করে ৪ বছরে ৮ সেমিস্টার সিস্টেমে পরীক্ষা হয়ে থাকে।
৯। জেনারেল অনার্স কোর্সে ভর্তির সময় কোন সাবজেক্ট নিয়ে পড়বে সেটা ঠিক করা থাকে।আর প্রফেশনালে ৪র্থ বর্ষে মেজর সাবজেক্ট ঠিক করা হয়।
১০।জেনারেল অনার্সে ৪ বছরে ২০ টার মতো সাবজেক্ট পড়ানো হয়। প্রফেশনালে ৪ বছরে ৪০+ সাবজেক্ট পড়ানো হয়।
১১।জেনারেল অনার্সে প্রেজেন্টেশন,প্রজেক্ট,এসাইনমেন্ট,ল্যাব এগুলো করানো হয়না। প্রফেশনালে এগুলো বাধ্যতামূলক ভাবে করানো হয়ে থাকে। তাই স্টুডেন্টরা দ্রুত প্রফেশন নির্ভর হতে পারে।
১২। অনার্সে বাৎসরিক পদ্ধতিতে পরীক্ষা হয়। যেমন: ১ম বর্ষ,২য় বর্ষ ইত্যাদি। NU অনার্সে মোট ৪টি বর্ষ আছে।যেমন: ১ম বর্ষ,২য় বর্ষ ইত্যাদি। প্রফেশনাল অনার্সে মোট ৮টি সেমিস্টার আছে।অনার্স প্রফেশনাল কোর্সে সেমিস্টার পদ্ধিতে পরীক্ষা হয়।যেমন: ১ম সেমিস্টার,২য় সেমিস্টার ইত্যাদি।
১৩।জেনারেল অনার্সে কলেজ র্যাংকিং করা হয়,কিন্তু প্রফেশনালে কোন র্যাংকিং নাই।সবগুলোর মান সমান।
অনার্স ও প্রফেশনাল অনার্স এর মাঝে মিলঃ
১। ২ টারই সার্টিফিকেট দেয়া হয় জাতীয় বিশ্ববিদ্যালয় থেকে।
২।ভর্তি থেকে শুরু করে আপনার কোর্স কমপ্লিট করে বের হওয়া পর্যন্ত সব কিছুই জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীনে সকল কার্যক্রম হবে ।যেমনঃ ভর্তি থেকে শুরু করে আপনার কোর্স কমপ্লিট করা পর্যন্ত সব।
৩। উভয় কোর্সে অনলাইনের মাধ্যমে আবেদন ও ভর্তি করা হয়। তবে প্রফেশনালের অধীনে কিছু ইনস্টিটিউট সরাসরি ভর্তি নিয়ে থাকে।
৪। এক বছরের বেশী স্টাডি গ্যাপ এলাউ করা হয় না।
প্রফেশনাল অনার্স এর মেয়াদ কাল ও রেজিষ্টেশন:
- প্রফেশনাল অনার্স সেশন ৪ টি ও রেজিষ্টেশন এর মেয়াদ সাত বছর।
অনার্স ও প্রফেশনাল অনার্স সম্পর্ক
প্রফেশনাল অনার্স এর সাথে অনার্স কোর্সের কোন সম্পর্ক নেই। আপনি অনার্সে আবেদন করেছেন বলে প্রফেশনালে আবেদন করতে পারবেন না এরকম নয়।অনার্স এবং প্রফেশনাল অনার্স কোর্স ২ টাই আলাদা কোর্স।এদের মধ্যে কোন সম্পর্ক নেই ,তবে একসাথে ২ কোর্সে ভর্তি বা কোর্স করা যাবেনা।
মনে রাখবেন,আপনি যেখান থেকেই পড়েন,সার্টিফিকেট দিবে জাতীয় বিশ্ববিদ্যালয়।তাই,ভালো কলেজ না খুঁজে ভালো সাবজেক্টে ভর্তি হওয়ার চেষ্টা করেন। আর রেজাল্ট ভালো করেন।জব মার্কেটে আপনার কলেজ দেখবেনা কেউ , দেখবে আপনার দক্ষতা।
প্রফেশনাল অনার্স সাবজেক্ট |
প্রফেশনাল অনার্স সাবজেক্ট
- BBA- Bachelor of Business Administration
- B.Ed- Bachelor of Education
- BFA- Bachelor of Fine Arts
- AMT- Apparel Manufacture and Technology
- CSE- Computer Science and Engineering
- FDT- Fashion Design and Technology
- ECE- Electrical and Communication Engineering
- KMT- Knit Manufacture and Technology
- BBA in Aeronautical & Aviation Science
- PGD Library & Information Science
- NU Theater & Media Studies
- Accounting
- Finance
- Marketing
- Management
- Human Resource Management(HRM)
- Aviation Management
- Management Information System
প্রফেশনাল অর্নাস ভর্তি আবেদন
প্রফেশনাল অনার্স আবেদন লিংকঅনার্স প্রফেশনাল কোর্স সমন্ধে আরও কিছু জানার থাকলে কমেন্ট করতে পারেন।
Nice post
Right information