হালাল রুজির দোয়া

আল্লাহুম্মাকফিনী বি হালালিকা আন হারামিকা, ওয়া আগনিনী বিফাদলিকা আম্মান সিওয়াক

হার্ডওয়্যার ও সফটওয়্যার কি | হার্ডওয়্যার ও সফটওয়্যারের মধ্যে পার্থক্য

হার্ডওয়্যার ও সফটওয়্যারের মধ্যে পার্থক্য

হার্ডওয়্যার ও সফটওয়্যারের মধ্যে পার্থক্য জানার আগে আমরা হার্ডওয়্যার ও সফটওয়্যার কি তা প্রথমে জেনে নেই।কম্পিউটারের গুরুত্বপূর্ণ অংশ হচ্ছে হার্ডওয়্যার ও সফটওয়্যার ।মূলত এই দুটি জিনিস ওতপ্রোতভাবে কাজ করে।একটি ছাড়া অপরটি অচল।

হার্ডওয়্যার কি

হার্ডওয়্যার ও সফটওয়্যার কি,
 হার্ডওয়্যার ও সফটওয়্যার কি

হার্ডওয়্যার: কম্পিউটারের  বাহ্যিক দৃশ্যমান অবকাঠামোগত যন্ত্রসামগ্রীকে হার্ডওয়্যার বলে।হার্ডওয়ার এর উদাহরণ হচ্ছে মনিটর,প্রসেসর,র‌্যাম,রম ইত্যাদি।

হার্ডওয়্যারের বিভিন্ন অংশের নাম

সফটওয়্যার কি

সফটওয়্যার কি,
সফটওয়্যার কি

সফটওয়্যার:সমস্যা সমাধানের জন্য কম্পিউটার ভাষা ব্যবহার করে সারিবদ্ধভাবে সুশৃঙ্খলরূপে লিপিবদ্ধ কতগুলো গাণিতিক ও যৌক্তিক কাজের নির্দেশকে সফটওয়্যার বলে।সফটওয়্যার এর উদাহরণ হচ্ছে উইন্ডোজ,এডোবি ফটোশপ ইত্যাদি।

সফটওয়্যারের প্রকারভেদ

নিচে হার্ডওয়্যার ও সফটওয়্যারের মধ্যে পার্থক্য দেওয়া হলো।

হার্ডওয়্যার ও সফটওয়্যারের মধ্যে পার্থক্য

হার্ডওয়্যার ও সফটওয়্যারের মধ্যে পার্থক্য,
হার্ডওয়্যার ও সফটওয়্যারের মধ্যে পার্থক্য

নিচে হার্ডওয়্যার ও সফটওয়্যারের মধ্যে পার্থক্য দেওয়া হল

difference between hardware and software

হার্ডওয়্যার

1.কম্পিউটারের বিভিন্ন যন্ত্রপাতি যার উপস্থিতি আছে তাকে হার্ডওয়্যার বলে।উদাহরণ:মনিটর,হার্ডডিস্ক,প্রসেসর,র‌্যাম,রম ইত্যাদি।

2.এটি দেখা যায় এবং স্পর্শ করা যায়।

3.সফটওয়্যার ছাড়া হার্ডওয়্যার প্রাণহীন দেহের মতো‌।

4.হার্ডওয়্যার তৈরি করতে বড় শিল্প প্রতিষ্ঠান গড়তে হয়।

5. হার্ডওয়্যার সফটওয়্যারকে নিয়ন্ত্রন করে না ।

6. দীঘদিন ব্যবহারের ফলে হার্ডওয়্যার নষ্ট হয়ে যেতে পারে ।

7. ভাইরাস হার্ডওয়্যারের ক্ষতি করতে পারে না।

8. একই হার্ডওয়্যার একজন বা একাধিক ব্যক্তি  ব্যবহার করতে পারে ।

9.হার্ডওয়্যার তৈরি করে যানবাহের মাধ্যমে পৃথিবীর বিভিন্ন জায়গায় পৌছাতে হয় যা সময় সাপেক্ষ‌।

সফটওয়্যার:

1. কম্পিউটারের ভাষা দিয়ে তৈরি নির্দেশাবলি বা প্রোগামিং কোডসমূহকে সফটওয়্যার বলা হয়। উদাহরণ:উইন্ডোজ,এডোবি ফটোশপ,ইন্টারনেট এক্সপ্লোরার ইত্যাদি।

2 .স্পর্শ করা যায় না ।

3. হার্ডওয়্যার ছাড়া সফটওয়্যার অর্থহীন ।

4. সফটওয়্যার তৈরি করতে বড় কোন ইন্ডাস্ট্রি প্রয়োজন নেই।

5. সফটওয়্যার হার্ডওয়্যারকে নিয়ন্ত্রন করে।

6. আজীবন ব্যবহার করলেও সফটওয়্যার নষ্ট হয় না।

7. কম্পিউটার ভাইরাস সফটওয়্যারের ক্ষতি করতে পারে ।

8.একই সফটওয়্যার কপি করে লক্ষ লক্ষ লোক ব্যবহার করতে পারে।

9. সফটওয়্যার তৈরির পর ইন্টারনেটের মাধ্যমে মুহূরতের মধ্যের সারা পৃথিবীর লক্ষ লক্ষ গ্রাহকের কাছে সহজেই পৌছানো যায়।

আমরা দেখতে পাচ্ছি হার্ডওয়্যার ও সফটওয়্যারের মধ্যে পার্থক্য বিদ্যমান ।

আরও পরুনঃ ল্যাপটপ ও ডেস্কটপের পার্থক্য | কোনটি ভালো

হার্ডওয়্যার ও সফটওয়্যারের মধ্যে সম্পর্ক

হার্ডওয়্যার ও সফটওয়্যারের মধ্যে পার্থক্য থাকলেও  হার্ডওয়্যার ও সফটওয়্যারের মধ্যে কিছু সম্পর্ক রয়েছে।

হার্ডওয়্যার কি কাজ করবে সফটওয়্যার তা বলে দেয়।হার্ডওয়্যার হলো শরীর আর সফটওয়্যার হলো মস্তিস্ক। পায়ে মশা বসে কামড় দিলে মস্তিস্ক তা অনুধাবন করে হাতকে সংকেত দেয় মশটি মেরে ফেলতে। এখানে মস্তিস্ক শরীরের কোন অঙ্গকে কাজে লাগাচ্ছে।

কম্পিউটারও তদ্রুপ সফটওয়্যার  হার্ডওয়্যারকে কাজে লাগায়।যেমনঃএমএস ওয়ার্ডে একটি ডকুমেন্ট তৈরি করে এটিকে কোন নাম দিয়ে হার্ডডিস্ক এবং প্যান ড্রাইভে সেভ করার নির্দেশ দিলে সেভ হবে এবং প্রিন্টারে প্রিন্ট হওয়ার নির্দেশ দিলে প্রিন্ট হবে।এখানে সফটওয়্যারের নির্দেশে হার্ডওয়্যার কাজ করবে।

অপারেটিং সিস্টেম সফটওয়্যার হলো কম্পিউটারের প্রাণ।দেহে প্রাণ না থাকলে যেমন কোন কাজই করবে না ।তদ্রুপ অপারেটিং সিস্টেম সফটওয়্যার না থাকলে কম্পিউটার কার্যপযোগি হবে না ।তখন এতে অন্য কোন সফটওয়্যারও কোন কাজই করবে না ।তাই আমরা মানুষের সাথে তুলনা করে বলতে পারি।

 হার্ডওয়্যার = শরীর

সফটওয়্যার =প্রাণ এবং মস্তিস্ক

দেহের প্রতিটি অঙ্গ নিয়ন্ত্রন করে মস্তিস্ক।ঠিক তদ্রুপ  সফটওয়্যার হার্ডওয়্যারকে নিয়ন্ত্রন করে থাকে।কম্পিউটারের  হার্ডওয়্যারগুলোকে কার্যপযোগি করার জন্য এবং কম্পিউটার দ্বারা  কোন সমস্যা সমাধানের  জন্য  সফটওয়্যার ব্যবহ্রত হয়।মূলত উপযুক্ত সফটওয়্যার ব্যবহারের ফলে কম্পিউটারের  প্রাণহীন যন্ত্রাংশগুলো  কার্যক্ষম হয়ে উঠে। সফটওয়্যার ছাড়া কম্পিউটারের হার্ডওয়্যারগুলো অচল  ছাড়া কিছুই না।

সুতরাং আমরা বলতে পারি হার্ডওয়্যার ও সফটওয়্যারের মধ্যে সম্পর্ক রয়েছে।

সফটওয়্যার পাইরেসি প্রতিরোধের উপায়

Next Post Previous Post
No Comment
Add Comment
comment url