ল্যাপটপ ও ডেস্কটপের পার্থক্য | কোনটি ভালো
ল্যাপটপ ও ডেস্কটপের মধ্যে পার্থক্য
ল্যাপটপ ও ডেস্কটপ কম্পিউটারের মধ্যে পার্থক্য জানার আগে আমরা জেনে নেই ল্যাপটপ ও ডেস্কটপ কম্পিউটার কি বা কাকে বলে।
ডেস্কটপ
ডেস্কটপ কম্পিউটার কি
(Desktop computer) ডেস্ক এর উপর রেখে কাজ করা হয় বলে এ ধরণের কম্পিউটারকে ডেস্কটপ কম্পিউটার বলা হয়।বিভিন্ন রকম কাজে অফিস,আদালতে এ জাতীয় কম্পিউটারের ব্যাপক ব্যবহার লক্ষ্য করা যায়।
ল্যাপটপ
ল্যাপটপ কম্পিউটার কি
(Laptop computer) ল্যাপ বা কোলের উপর স্থাপন করে ব্যবহার করাযায় এমন ছোট আকারের কম্পিউটারকে ল্যাপটপ বলা হয়।এরূপ কম্পিউটার দেখতে অনেকটা ছোট ব্রিফকেসের মত।ব্রিফকেসের মতো খুললে ল্যাপটপের উপরের অংশে একটি সমতল এলসিডি স্কিন দেখা যায়। আর নিচের অংশে থাকে কী বোর্ড,পাওয়ার বাটন এবং টাচপ্যাড। ল্যাপটপকে ভাজ করে রাখা যায়।ল্যাপটপ কম্পিউটার একটি হালকা বহনযোগ্য কমপিউটার।
ল্যাপটপ ও ডেস্কটপের পার্থক্য কি
ল্যাপটপ ও ডেস্কটপের পার্থক্য |
নিচে ল্যাপটপ ও ডেস্কটপ কম্পিউটারের মধ্যে পার্থক্য দেওয়া হলো:
ডেস্কটপ ও ল্যাপটপ এর মধ্যে পার্থক্য
ডেস্কটপ কম্পিউটার(Desktop computer):
- ডেস্ক এর উপর রেখে কাজ করা হয় বলে এ ধরণের কম্পিউটারকে ডেস্কটপ কম্পিউটার বলা হয়।
- এর ওজন তুলনামূলক ভাবে বেশি বিধায় সহজে বহন করা যায় না।
- তুলনামূলক ভাবে বেশি বিদ্যুৎ খরচ হয়।
- বিদ্যুৎ এর ব্যাকআপ হিসেবে কোন ব্যাটারি থাকে না।
- দাম তুলনামূলক ভাবে কম হয়।
- মাউসের পরিবর্তে টাচপ্যাড ব্যবহার করা যায় না।
- অনেক পার্টস আপগ্রেড করা যায়।
- ডেস্কটপ কম্পিউটারের স্থায়িত্ব ল্যাপটপের তুলনায় বেশি হয়।
- ল্যাপটপের চেয়ে বেশি তাপ উৎপন্ন হয়।
- নষ্ট হয়ে গেলে সহজে ঠিক করা যায়।
ল্যাপটপ কম্পিউটার(Laptop computer):
১।ল্যাপ বা কোলের উপর স্থাপন করে ব্যবহার করা যায় এমন ছোট আকারের কম্পিউটারকে ল্যাপটপ বলা হয়।
২।ওজন হালকা এবং সহজে বহন করা যায়।
৩।তুলনামূলক ভাবে বেশি বিদ্যুৎ খরচ কম হয়।
৪।সরাসরি বিদ্যুৎ এর সাথে যুক্ত করা ছারাও এর ব্যাটারির সাহায্যে কয়েক ঘন্টা চলে।
৫।দাম তুলনামূলক ভাবে বেশি হয়ে থাকে।
৬।মাউসের পরিবর্তে টাচপ্যাড ব্যবহার করা যায় ।
৭।অনেক পার্টস আপগ্রেড করা যায় না।
৮।তুলনামূলক ভাবে স্থায়িত্ব কম।
৯।ডেস্কটপ কম্পিউটারের চেয়ে কম তাপ উৎপন্ন হয় ।
১০।নষ্ট হয়ে গেলে সহজে ঠিক করা যায় না।
ল্যাপটপ কম্পিউটারের বৈশিষ্ট্য:
- ওজন হালকা এবং সহজে বহন করা যায়।
- সরাসরি বিদ্যুৎ এর সাথে যুক্ত করা ছাড়াও ব্যাটারির সাহায্যে কয়েক ঘন্টা চলে।
- তুলনামূলক ভাবে বিদ্যুৎ কম খরচ হয়।
- ডেস্কটপের চেয়ে কম তাপ উৎপন্ন হয়।
- মাউসের পরিবর্তে টাচপ্যাড ব্যবহার করা যায়।
- একের ভিতর অনেক সুবিধা পাওয়া যায়।
- ডেস্কটপের চেয়ে দাম বেশি।
ল্যাপটপ কম্পিউটারের সুবিধা সমূহ
ডেস্কটপের চেয়ে ল্যাপটপ অনেক সুবিধা পাওয়া যায়।তাই বর্তমানে এটি বেশি জনপ্রিয়তা পাচ্ছে।
ল্যাপটপ কম্পিউটারের সুবিধা সমূহ হল:
- সহজ বহনযোগ্যতা:ল্যাপটপ ওজনে হালকা বলে সহজে বিভিন্ন জায়গায় বহন করে নেয়া যায়।বর্তমান ৫০০ গ্রাম ওজনের ট্যাবলেট পাওয়া যায়।
- বিদ্যুৎসাশ্রয়ী:ডেস্কটপের চেয়ে অনেক কম বিদ্যুৎ খরচ হয়।
- ব্যাটারি ব্যাকআপ:ল্যাপটপ সমূহের ব্যাটারি থাকে।মডেলভেদে ২-৭ ঘন্টা পর্যন্ত ব্যাটারির শক্তি থেকে চালানো যায়।
- আকার ছোট হালকা:ল্যাপটপের আকার অনেক ছোট ও হালকা
- কম তাপ উৎপন্ন:ডেস্কটপের চেয়ে কম তাপ উৎপন্ন করে
- টাচপ্যাড ব্যবহার:মাউসের পরিবর্তে টাচপ্যাড ব্যবহার করা যায় ।
- একের ভিতর অনেক কিছু:ল্যাপটপে মনিটর,কীর্বোড,সিডি/ডিভিডি ড্রাইভ,কার্ডরিডার,টাচপ্যাড ও টাচস্কিন,নেটয়ার্ক কার্ড,ওয়াইফাই ইত্যাদি একসাথে থাকে।