ঢাকার মধ্যে সেরা জাতীয় বিশ্ববিদ্যালয়ের তালিকা
ঢাকার মধ্যে সেরা জাতীয় বিশ্ববিদ্যালয়ের তালিকা
ঢাকার সেরা জাতীয় বিশ্ববিদ্যালয়ের তালিকা |
ঢাকার সেরা জাতীয় বিশ্ববিদ্যালয়ের তালিকা
জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধিভুক্ত ঢাকার মধ্যে অবস্থিত সরকারি ও বেসরকারি সেরা কলেজের নামের তালিকা দেওয়া হল।
- ঢাকা কমার্স কলেজ(বেসরকারি)
- সরকারি সা’দত কলেজ, টাঙ্গাইল।
- তেজগাঁও কলেজ, ঢাকা ।(বেসরকারি)
- সিদ্ধেশ্বরী ডিগ্রি কলেজ, ঢাকা ।(বেসরকারি)
- লালমাটিয়া মহিলা কলেজ, ঢাকা।(বেসরকারি)
- সিদ্ধেশ্বরী গার্লস কলেজ ঢাকা ।(বেসরকারি)
- সরকারি রাজেন্দ্র কলেজ, ফরিদপুর ।
- সরকারি গুরুদয়াল কলেজ।
- হাবিবুল্লাহ বাহার কলেজ, ঢাকা ।(বেসরকারি)
- আদমজী ক্যান্টনমেন্ট কলেজ, ঢাকা।(বেসরকারি)
উপরের এই কলেজ গুলো হচ্ছে জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধিভুক্ত ঢাকার সরকারি ও বেসরকারি সেরা কলেজ এর নামের তালিকা।
জাতীয় বিশ্ববিদ্যালয়ের সেরা ৫ কলেজের নাম
জাতীয় বিশ্ববিদ্যালয়েরর অধিভুক্ত ২০১৮ সালের কলেজ র্যাংকিংয়ে সেরা পাঁচটি কলেজ নির্বাচিত হয়েছে।
এই কলেজগুলো হচ্ছে :
- রাজশাহী কলেজ,
- সরকারি এডওয়ার্ড কলেজ,
- সরকারি আজিজুল হক কলেজ,
- আনন্দমোহন কলেজ ও
- কারমাইকেল কলেজ।
এ ছাড়া সেরা মহিলা কলেজ হিসেবে লালমাটিয়া মহিলা কলেজ ও সেরা বেসরকারি কলেজ হিসেবে ঢাকা কমার্স কলেজ নির্বাচিত হয়েছে।
জাতীয় বিশ্ববিদ্যালয় অধিভুক্ত কলেজ ঢাকা
ঢাকা বিভাগের জাতীয় বিশ্ববিদ্যালয় অধিভুক্ত কলেজ সমূহের নাম দেওয়া হলঃ
- টি এন্ড টি সরকারি ইউনিভার্সিটি কলেজ
- মিরপুর কলেজ
- ঢাকা কমার্স কলেজ
- ঢাকা সিটি কলেজ,
- ঢাকা মহানগর মহিলা কলেজ
- সরকারী শারীরিক শিক্ষা কলেজ,
- নটর ডেম কলেজ,
- ঢাকাসাভার কলেজ,
- হাবীবুল্লাহ্ বাহার কলেজ,
- দনিয়া কলেজ
- ডেমরা কলেজ
- টংগী সরকারি কলেজ
- আর কে চৌধুরী কলেজ
- কলাতিয়া কলেজ
- দোহার নবাবগঞ্জ কলেজ
- পদ্মা কলেজ
- সরকারি তোলারাম কলেজ,নারায়ঙ্গঞ্জ
- ধামরাই সরকারি কলেজ
- জয়পাড়া কলেজ
- ইছামতি কলেজ
- নবযুগ কলেজ, কুশরা, ধামরাই, ঢাকা।
- শরীয়তপুর সরকারি কলেজ ।
- কাজী আজিম উদ্দিন কলেজ,
- ভাওয়াল বদরে আলম সরকারি কলেজ
- সরকারি সা’দত কলেজ
- কুমুদিনী সরকারি মহিলা কলেজ
- কুষ্টিয়া সরকারি কলেজ
- ভেড়ামারা কলেজ
- পাংশা সরকারি কলেজ
- দেবেন্দ্র কলেজ
- গুরুদয়াল সরকারি কলেজ
- পাকুন্দিয়া আদর্শ মহিলা কলেজ ।
- সরকারি হরগঙ্গা কলেজ
- নারায়ণপুর রাবেয়া মহাবিদ্যালয়
- সরকারি সঙ্গীত মহাবিদ্যালয়
- রাজবাড়ী সরকারি কলেজ
- সরকারি রাজেন্দ্র কলেজ
- সরকারি সারদা সুন্দরী মহিলা কলেজ
- সিটি ল' কলেজ,
- ঢাকাসিদ্ধেশ্বরী ডিগ্রী কলেজ
- সরকারি শেখ ফজিলাতুন নেসা মুজিব মহিলা মহাবিদ্যালয়
- মোফাজ্জল-মোমেনা চাকলাদার মহিলা কলেজ ।