হালাল রুজির দোয়া

আল্লাহুম্মাকফিনী বি হালালিকা আন হারামিকা, ওয়া আগনিনী বিফাদলিকা আম্মান সিওয়াক

১০০০০ টাকার মধ্যে সেরা মোবাইল ২০২৪

১০০০০ টাকার মধ্যে সেরা মোবাইল

আমরা অনেকেই গুগলে সার্চ করে থাকি ১০০০০ টাকার মধ্যে সেরা মোবাইল ২০২৪ কোনটি। আপনাদের কথা চিন্তা করেই মোবাইল কোম্পানী গুলো  ১০ হাজার টাকার মধ্যে সেরা ভালো মোবাইল নিয়ে এসেছে। এখন ১০০০০ টাকার মধ্যে সেরা মোবাইল ২০২৪ সম্পর্কে জেনে নিব।

১০০০০ টাকার মধ্যে সেরা মোবাইল ২০২৪
১০০০০ টাকার মধ্যে সেরা মোবাইল ২০২৪

আপনার বাজেট যদি ১০ হাজার টাকার মধ্যে হয়ে থাকে তাহলে এই ফোন গুলো দেখতে পারেন।এখানে বাংলাদেশের ১০ হাজার টাকার মধ্যে সেরা ফোন গুলো নিয়ে আলোচনা করা হয়েছে ।




Best Mobile 2024 under 10000

রিয়েলমি সি১১ – Realme C11

১০ হাজার টাকার মধ্যে রিয়েলমির ফোন নিতে চান তাহলে, রিয়েলমি সি১১ সেরা ফোন। এই ফোন টি কম দামের মধ্যেই ভালো ফিচার প্রদান করছে ।বাজারে বেশ প্রতিযোগিতার মাঝেও এই realme সি১১ ফোনটি রেডমি ৯এ এর অধিকাংশ ফিচার প্রদান করছে । 

মিডিয়াটেক হেলিও জি৩৫, ৫০০০মিলিএম্প ব্যাটারি, ১৩মেগাপিক্সেল ক্যামেরাসহ বেশ কিছু সাদৃশ্য রয়েছে রিয়েলমি সি১১ ও রেডমি ৯এ ফোন দুইটির মধ্যে। ফোনটির প্রধান আকর্ষণ হচ্ছে এই ফোনটির ক্যামেরা। কম দামে রিয়েলমি সি১১ মোবাইলটি অফার করছে স্লো-মোশন ভিডিও রেকর্ডিং ফিচার। মোবাইলটির ক্যামেরাতে আরো রয়েছে নাইট মোড, যা ১০০০০ টাকা দামে সেরা মোবাইল ফোন ।


রিয়েলমি সি১১, realme c11 phone
রিয়েলমি সি১১


রিয়েলমি সি১১ এর স্পেসিফিকেশনঃ

  • ডিসপ্লেঃ ৬.৫ইঞ্চি
  • প্রসেসরঃ মিডিয়াটেক হেলিও জি৩৫
  • মেইন ক্যামেরাঃ ১৩মেগাপিক্সেল ডুয়াল ক্যামেরা
  • ফ্রন্ট ক্যামেরাঃ ৫মেগাপিক্সেল
  • র‍্যামঃ ২জিবি
  • স্টোরেজঃ ৩২জিবি
  • ব্যাটারিঃ ৫০০০মিলিএম্প

রিয়েলমি সি১১ এর দামঃ ৮৯৯০ টাকা ।

১০০০০ টাকার মধ্যে সেরা মোবাইল বাংলাদেশ

আইটেল ভিশন ২ – Itel Vision 2

আমাদের এই ১০ হাজার টাকার মধ্যে ভালো মোবাইল এর তালিকায় আইটেল ভিশন ২ ফোনটি রয়েছে।Itel vision2 দেখতে সবচেয়ে বেশি আকর্ষণীয় । এই ফোনটির ডিজাইন খুব সুন্দর।

আইটেল ভিশন ২ ফোনটিতে রয়েছে ৬.৬ইঞ্চির এইচডি প্লাস ডট-নচ ডিসপ্লে। ফোনটির সামনে রয়েছে ৮মেগাপিক্সেলের সেল্ফি ক্যামেরা।এতে আছে ১৩ মেগাপিক্সেলের ট্রিপল ব্যাক ক্যামেরা সেটাপ। 

এছাড়া রয়েছে ৪০০০mAh এর ব্যাটারিযুক্ত আইটেল ভিশন ২ ফোন ।ফোনটিতে রয়েছে ৩ জিবি র‍্যাম ও ৬৪ জিবি ইন্টারনাল স্টোরেজ, যা দাম বিবেচনায় বেশ ভালো। ফিংগারপ্রিন্ট ও ফেস আনলক সুবিধা রয়েছে আইটেল ভিশন ২ ফোনটিতে। সফটওয়্যার হিসেবে ফোনটিতে রয়েছে অ্যান্ড্রয়েড ১০ এর গো এডিশন।


আইটেল ভিশন ২
আইটেল ভিশন ২

আইটেল ভিশন ২ মোবাইল এর স্পেসিফিকেশনঃ
  • ডিসপ্লেঃ ৬.৬ইঞ্চি
  • প্রসেসরঃ ১.৬গিগাহার্জ অক্টা কোর
  • র‍্যামঃ ২জিবি
  • স্টোরেজঃ ৩২জিবি
  • মেইন ক্যামেরাঃ ১৩মেগাপিক্সেল ট্রিপল ক্যামেরা
  • ফ্রন্ট ক্যামেরাঃ ৮মেগাপিক্সেল
  • ব্যাটারিঃ ৪০০০মিলিএম্প
আইটেল ভিশন ২ মোবাইল এর দাম বাংলাদেশে ৯,৪৯০ টাকা ।

১০০০০ টাকার মধ্যে vivo মোবাইল  | ভিভো ওয়াই১এস – Vivo Y1s

১০ হাজার টাকার মধ্যেই আপনি পেয়ে যাবেন ৬.২২ ইঞ্চির ভিভো ওয়াই১এস মোবাইল টি। ২ জিবি র‍্যাম ও ৩২ জিবি স্টোরেজের ফোনটিতে রয়েছে ৪০৩০ মিলিএম্প এর ব্যাটারি৷ মিডিয়াটেক এর হেলিও এ৩৫ প্রসেসর ব্যবহার করা হয়েছে এতে। ১৩ মেগাপিক্সেলের ব্যাক ক্যামেরা ও ৫ মেগাপিক্সেলের ফ্রন্ট ক্যামেরা রয়েছে Vivo Y1sতে।

ভিভো ওয়াই১এস
ভিভো ওয়াই১এস

ভিভো ওয়াই১এস এর স্পেসিফিকেশনঃ
  • ডিসপ্লেঃ ৬.২২ইঞ্চি
  • প্রসেসরঃ মিডিয়াটেক হেলিও পি৩৫
  • র‍্যামঃ ২জিবি
  • স্টোরেজঃ ৩২জিবি
  • ব্যাক ক্যামেরাঃ ১৩মেগাপিক্সেল
  • ফ্রন্ট ক্যামেরাঃ ৫মেগাপিক্সেল
  • ব্যাটারিঃ ৪০৩০মিলিএম্প
ভিভো ওয়াই১এস এর দামঃ ৮,৯৯০ টাকা ।

সিম্ফোনি আই৮০ – Symphony i80

১০ হাজার টাকা দামের মধ্যে অসাধারণ দেখতে একটি ফোন হলো সিম্ফোনির -''সিম্ফোনি আই৮০'' ফোনটি। ৩জিবি র‍্যাম ও ৩২জিবি ইন্টারনাল স্টোরেজ এর মোবাইলটি কম দামে অসাধারণ ডিজাইন ও ট্রিপল রিয়ার ক্যামেরা সেটাপ এর সাথে ফোনটিতে রয়েছে ৮মেগাপিক্সেলের ফ্রন্ট ক্যামেরা। সিম্ফোনি আই৮০ তে থাকছে ৫০০০মিলিএম্প এর বিশাল ব্যাটারি। এছাড়াও ফিংগারপ্রিন্ট সেন্সর ও রয়েছে সিম্ফোনির এই ফোনটিতে। আপনি চাইল এই ফোনটি কিনতে পারেন।

সিম্ফোনি আই৮০
সিম্ফোনি আই৮০


১০০০০ টাকার মধ্যে সেরা মোবাইল সিম্ফোনি আই৮০ এর দাম ৭,৯৯০ টাকা ।

ইনফিনিক্স স্মার্ট 6 Infinix Smart 6 

১০০০০ টাকার মধ্যে ভালো মোবাইল এর তালিকায় থাকছে ইনফিনিক্স স্মার্ট 6, ফোনটির ডিজাইন ও পারফরম্যান্স ফোনটিকে অসাধারণ করে তুলেছে।এই বাজেটের মধ্যে ফোনটি অফার করছে ৮মেগাপিক্সেল প্রাইমারি ক্যামেরা ও ৫মেগাপিক্সেল সেলফি ক্যামেরা।


২জিবি র‍্যাম ও ৩২জিবি স্টোরেজ এরইনফিনিক্স স্মার্ট 6 এর স্টোরেজ রয়েছে। ফোনটিতে ৫০০০মিলিএম্প এর বিশাল ব্যাটারি পাচ্ছেন যা যেকোনো ব্যবহারকারীর সারাদিন ব্যবহারের জন্য যথেষ্ট।


ইনফিনিক্স স্মার্ট 6
ইনফিনিক্স স্মার্ট 6 

ইনফিনিক্স স্মার্ট 6 এর স্পেসিফিকেশনঃ
  • ডিসপ্লেঃ ৬.৬ইঞ্চি
  • প্রসেসরঃ অক্টা-কোর, ১.৬ GHz পর্যন্ত
  • র‍্যামঃ ২জিবি
  • স্টোরেজঃ ৩২জিবি
  • প্রাইমারি ক্যামেরাঃ ৮মেগাপিক্সেল
  • সেলফি ক্যামেরাঃ ৫মেগাপিক্সেল
  • ব্যাটারিঃ ৫০০০মিলিএম্প
ইনফিনিক্স স্মার্ট 6 এর দামঃ ৯,০৯০টাকা

ওয়ালটন প্রিমো এনএফ৫ – Walton Primo NF5

১০ হাজার টাকা দামের মধ্যে যদি আপনি ভালো মানের গেমিং ফোন খুজে থাকেন, তবে তার জন্য একমাত্র পছন্দ হবে ওয়ালটন প্রিমো এনএফ৫। এতো কম দামের মধ্যে ফোনটিতে থাকছে মিডিয়াটেক এর শক্তিশালী প্রসেসর, হেলিও এ২০ চিপসেট(১২nm)। ফিংগারপ্রিন্ট সেন্সর এর পাশাপাশি ফোনটিতে রয়েছে ট্রিপল ১৩ মেগাপিক্সেল প্রধান রিয়ার ক্যামেরা ও ৮মেগাপিক্সেলের ফ্রন্ট ক্যামেরা। ওয়ালটন প্রিমো এনএফ৫ ফোনটতে ৩জিবি র‍্যাম ও ৩২জিবি ইন্টারনাল স্টোরেজ আছে। ওয়ালটন প্রিমো এনএফ৫ ফোনটিতে ব্যাটারি থাকছে ৪০০০মিলিএম্প এর।

ওয়ালটন প্রিমো এনএফ৫
ওয়ালটন প্রিমো এনএফ৫



ওয়ালটন প্রিমো এনএফ৫ এর স্পেসিফিকেশনঃ
  • ডিসপ্লেঃ ৬.৮২ইঞ্চি
  • প্রসেসরঃ মিডিয়াটেক হেলিও এ২০
  • র‍্যামঃ ৩জিবি
  • স্টোরেজঃ ৩২জিবি
  • ব্যাক ক্যামেরাঃ ১৩মেগাপিক্সেল ট্রিপল ক্যামেরা
  • ফ্রন্ট ক্যামেরাঃ ৮মেগাপিক্সেল
  • ব্যাটারিঃ ৪০০০মিলিএম্প
ওয়ালটন আরএক্স৭ মিনি এর দামঃ ৯,৯৯৯ টাকা

ওয়ালটন প্রিমো জিএইচ১০ – Walton Primo GH10

১০ হাজার টাকা দামের মধ্যে অসাধারণ স্পেসিফিকেশন অফার করছে ওয়ালটন প্রিমো জিএইচ১০। তাই এটি আমাদের ১০,০০০ টাকা দামের মধ্যে সেরা ফোনের তালিকায় অন্যতম স্থান দখল করে নিয়েছে। ১০ হাজার টাকার মধ্যে ফোনটিতে ২জিবি র‍্যাম ও ৩২জিবি ইন্টারনাল স্টোরেজ রয়েছে। এছাড়াও এই ফোনটিতে থাকছে আলট্রা-ওয়াইড লেন্স।ট্রিপল ৮+০.৩+০.৩ মেগাপিক্সেল ক্যামেরা সেটাপের ফোনটিতে থাকছে ফিংগারপ্রিন্ট সেন্সর।সাথে থাকছে ৫ মেগাপিক্সেলের ফ্রন্ট ক্যামেরা। ৪০০০মিলিএম্প ব্যাটারির যা, ওয়ালটন প্রিমো জিএইচ১০ ফোনটি চলবে মিডিয়াটেক এর হেলিও এ২০ চিপসেট দ্বারা।



ওয়ালটন প্রিমো জিএইচ১০
ওয়ালটন প্রিমো জিএইচ১০

ওয়ালটন প্রিমো জিএইচ১০ এর স্পেসিফিকেশনঃ
  • ডিসপ্লেঃ ৬.৫২ইঞ্চি
  • প্রসেসরঃ Cortex-A55
  • র‍্যামঃ ৪জিবি
  • স্টোরেজঃ ৬৪জিবি
  • ব্যাক ক্যামেরাঃ ট্রিপল ৮+০.৩+০.৩ মেগাপিক্সেল ক্যামেরা
  • ফ্রন্ট ক্যামেরাঃ ৫মেগাপিক্সেল
  • ব্যাটারিঃ ৪০০০মিলিএম্প

ওয়ালটন প্রিমো জিএইচ১০ এর দামঃ ৯,৪৯৯ টাকা

Read More:

 

এখানে আপনার পছন্দের মোবাইল ফোন কোনটি তা আমাদেরকে কমেন্টে জানিয়ে দিন

Next Post Previous Post
No Comment
Add Comment
comment url