নগদ একাউন্ট খোলার নিয়ম
নগদ একাউন্ট খোলার নিয়ম
মোবাইলে নগদ একাউন্ট খোলার নিয়ম,নগদ একাউন্ট দেখার নিয়ম সহ নগদ একাউন্ট ব্যালেন্স দেখার কোড,নগদ একাউন্ট সম্পর্কে বিস্তারিত আলোচনা করা হল।
নগদ একাউন্ট খোলার নিয়ম এবং পদ্ধতি জেনে নিন।
নগদ একাউন্ট খোলার নিয়মাবলী
তিনটি পদ্ধতিতে আপনি নগদ(nagad) একাউন্ট খুলতে পারবেন।
নগদ একাউন্ট খোলার নিয়ম |
নগদ একাউন্ট করতে কি কি লাগে?
নগদ অ্যাপ দিয়ে নগদ একাউন্ট খোলা
মোবাইলে নগদ একাউন্ট খোলার নিয়ম
নগদ অ্যাপ দিয়ে নগদ একাউন্ট খোলা খুবই সহজ। নিচের স্টেপগুলো ফলো করে আপনি খুব সহজেই অ্যাপ দিয়ে নগদ একাউন্ট খুলতে পারবেন।
১.প্রথমে প্লে স্টোর অথবা অ্যাপ স্টোর থেকে নগদ অ্যাপ ডাউনলোড করুন। অ্যাপটি ডাউনলোড করার পর ওপেন করুন।
২.অ্যাপটি ওপেন হলে Registration বাটনে ক্লিক করুন।
৩. এরপর আপনার মোবাইল নাম্বার এবং সিম অপারেটর সিলেক্ট করে পরবর্তী ধাপ লেখায় ক্লিক করুন।
৪.এরপর আপনার ন্যাশনাল আইডি কার্ডের সামনের এবং পেছনের ছবি আপলোড করুন।
৫. এরপর আপনার ছবি তুলুন। ছবি তোলার জায়গা অবশ্যই উজ্জ্বল হতে হবে, যাতে মুখমণ্ডল স্পষ্ট দেখা যায়।
৬. এরপর ৪ ডিজিটের একটি পিন সেট করুন এবং পরবর্তী ধাপে যান। সেখানে পাসওয়ার্ড কনফার্ম করতে বললে আবার আগের ৪ ডিজিটের সেইম পাসওয়ার্ডটি দিন। এরপর পরবর্তী ধাপে যান।
৭. এরপর আপনার ফোনে একটি ভেরিফিকেশন কোড আসবে এবং সেটি অটোমেটিক পূরণ হয়ে যাবে। যদি পারমিশন চায় তাহলে Allow দিবেন।
৮. উপরের স্টেপগুলো অনুযায়ী সঠিকভাবে কাজ করলে আপনার নগদ একাউন্ট খোলা হয়ে যাবে এবং আপনার নগদ একাউন্ট দেখতে পারবেন।
মোবাইল থেকে কোড ডায়াল করে মোবাইলে
নগদ একাউন্ট খোলার পদ্ধতি
নগদ একাউন্ট ব্যালেন্স দেখার কোড |
যে কোন অপারেটর থেকে নগদ একাউন্ট খুলতে পারবেন।
- আপনার মোবাইলে ডায়াল অংশে যান *167# ডায়াল করুন।
- প্রযোজ্য শর্তাবলী ভালো করে পড়ে নিয়ে সম্মতি জানাতে হবে।
- মোবাইল নাম্বার এবং মোবাইল নাম্বার এর কোম্পানি সিলেক্ট করুন।
- 4 ডিজিটের পিন সেট করতে হবে।পুনরায় আপনার পিনটি সেট করে কনফার্ম হয়ে নিতে হবে। (অবশ্যই এই পিনটি কোনো নগদ এজেন্ট অথবা উদ্যোক্তা কারো সাথে কখনো শেয়ার করবেন না )
- এখন আপনি যদি মুনাফা দিতে ইচ্ছুক হন তাহলে 1 চাপতে হবে আর না নিতে চাইলে 2 চাপতে হবে।
সর্বশেষে একটি কনফারমেশন মেসেজ এর মাধ্যমে আপনি বুঝতে পারবেন আপনার নগদ একাউন্ট ইতিমধ্যে চালু হয়েছে।
উদ্যোক্তা পয়েন্ট থেকে নগদ একাউন্ট
উদ্যোক্তা পয়েন্ট থেকে নগদ একাউন্ট খোলার জন্য আপনার কয়েকটি জিনিস প্রয়োজন হবে। যেগুলো আপনাকে সাথে নিয়ে নগদ উদ্যোক্তা পয়েন্টে যেতে হবে। সেগুলো হলোঃ
1.আপনার ভোটার আইডি কার্ড লাগবে।
2.আপনার পাসপোর্ট সাইজের দুই কপি ছবি ।
3.যেই সিম দিয়ে নগদ একাউন্ট খুলবেন সেই সিম ও মোবাইল নাম্বার ।
এগুলো নিয়ে উদ্যোক্তা পয়েন্টে গেলে তারা আপনাকে একটি ফর্ম দিবে। আর সেই ফর্মটি পূরণ করলেই তারা আপনার নগদ একাউন্ট খুলে দিবে।
আপনার নগদ একাউন্ট তো খোলা হয়ে গেলো। এবার নগদ একাউন্ট কিভাবে দেখবেন? ২ টি পদ্ধতিতে নগদ একাউন্ট দেখতে পারবেন।
নগদ একাউন্ট দেখার নিয়ম
আপনার মোবাইল এর ডায়াল অপশন থেকে *১৬৭# ডায়াল করে নগদ একাউন্ট দেখতে পারবেন।
নগদ একাউন্ট ব্যালেন্স দেখার নিয়ম
- একাউন্টের ব্যালেন্স চেক করতে হলে নগদ একাউন্ট ব্যালেন্স দেখার কোড জানতে হবে।নগদ একাউন্টের ব্যালেন্স চেক কোড মোবাইলের ডায়াল অপশন থেকে *১৬৭# ডায়াল করতে হবে ।
- 7 নাম্বারে My Nagad অপশন টি সিলেক্ট করে send করুন ।।
- 1 লিখে send করে Balance Inquiry অপশনে প্রবেশ করুন।
- এরপর আপনার নগদ একাউন্টের পিন কোড দিয়ে send করুন।
- সঠিক পিন প্রদান করলে আপনার ফোনের স্ক্রিনে নগদ একাউন্ট এর ব্যালেন্স দেখতে পাবেন।
এছাড়া অ্যাপ থেকে নগদ একাউন্ট ব্যালেন্স দেখা ও অন্যান্য কাজ করার সুযোগ তো থাকছে। নগদ অ্যাপ থেকে নগদ একাউন্ট ব্যালেন্স দেখতেঃনগদ অ্যাপটি ইন্সটল করুন ও অ্যাপটিতে প্রবেশ করুন।
এবার একাউন্ট নাম্বার, ওটিপি ও সঠিক পিন দিয়ে অ্যাপে লগইন করুন।
এরপর ভাষা বাংলা হলে “ব্যালেন্স জানতে ট্যাপ করুন” ও ভাষা ইংরেজি হলে “Tap for Balance” বাটনে চাপুন।