৭ কলেজে ভর্তি আবেদন ২০২৪
সাত কলেজ ভর্তি আবেদন
সাত কলেজ ভর্তি আবেদন ২০২৪
ঢাকা বিশ্ববিদ্যালয় অধিভুক্ত ৭কলেজে স্নাতক ভর্তির আবেদন শুরু: ১৫ জুলাই, ২০২৪
ভর্তির আবেদনের শেষ সময়: ২০ আগস্ট, ২০২৪
যারা এখন আবেদন করোনি দ্রুত আবেদন করে ফেলো।
৭ কলেজে ভর্তির প্রশ্নের মানবন্টন
প্রশ্ন: ৭ কলেজে ভর্তির প্রশ্নের ধরন ও মানবন্টন?
উত্তর: শুধু MCQ পদ্ধতিতে প্রশ্ন হবে।
বিজ্ঞান বিভাগ: পদার্থ ২৫, রসায়ন ২৫, জীববিজ্ঞান ২৫, উচ্চতর গনিত ২৫,(চতুর্থ বিষয়ের পরিবর্তে বাংলা/ইংরেজি দাগানো যাবে)
বাণিজ্য বিভাগ: বাংলা ২০, ইংরেজি ২০, হিসাববিজ্ঞান ২০, ব্যবসায় শিক্ষা ২০, মার্কেটিং/ফিনান্স ২০
কলা ও সামাজিক বিজ্ঞান বিভাগ: বাংলা ২৫, ইংরেজি ২৫, সাধারণ জ্ঞান ৫০(বাংলাদেশ ও আন্তর্জাতিক বিষয়ক)
প্রশ্ন: নেগেটিভ মার্ক আছে কিনা?
উত্তর: কোনো নেগেটিভ মার্ক নাই।
প্রশ্ন: এক বিভাগ থেকে অন্য বিভাগে পরীক্ষা দেয়া যায় কিনা?
উত্তর: না। দেয়া যাবে না, প্রত্যেকে নিজ নিজ ইউনিটে পরীক্ষা দিতে হবে।
প্রশ্ন: বিভাগ পরিবর্তন করা যাবে কিনা?
উত্তর: হ্যাঁ যাবে। নিজ ইউনিটে এক্সাম দেয়ার পর সাব্জেক্ট চয়েজের সময় বিভাগ পরিবর্তন করতে পারবা।
প্রশ্ন: পরীক্ষা কি একদিনে হবে?
উত্তর: ৩ ইউনিট এর পরীক্ষা ৩ দিনে হবে। পরীক্ষা ঢাকা সিটির মধ্যে হবে।
প্রশ্ন:৭ কলেজে সেকেন্ড টাইম পরীক্ষা দিতে পারবে কিনা?
উত্তর: সেকেন্ড টাইম পরীক্ষা দিতে পারবেনা। পরীক্ষা দিয়ে ইম্প্রুভ হলে এবং এর আগেরবার সাত কলেজে আবেদন না করলে পরীক্ষা দিতে পারবে।
প্রশ্ন: মেধাক্রম কিভাবে হবে?
উত্তর: MCQ 100, SSC 10, HSC 10, টোটাল ১২০ নম্বর দিয়ে মেধাতালিকা প্রকাশ করা হবে।
প্রশ্ন: ভাইয়া সেশন জট আছে কি?
উত্তর: যারা ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধিভুক্ত কলেজে ভর্তিপরীক্ষা দিয়ে ভর্তি হহয়েছিল তাদের কোনো সেশন জট নেই। ২০১৭-২০১৮ সেশন থেকে কোনো সেশন জট নেই।তবে সাত কলেজে অনেক বেশি পড়াশোনা করতে হবে
প্রশ্ন:ভাইয়া, আমি কিভাবে প্রিপারেশন নিব? কোন বই পড়বো?
উত্তর: অনেকেরই ধারনা আছে, ঢাকা বিশ্ববিদ্যালয় অধিভুক্ত ৭ কলেজে খুব সহজেই ভর্তি হওয়া যায়। আসল চিত্রটা সম্পূর্ণ ভিন্ন। পাবলিক বিশ্ববিদ্যলয় গুলোর পরেই ২য় অপশন হিসেবে এই ৭ কলেজে ভর্তির ইচ্ছা থাকে অনেকের। তাই এখানেও ভর্তির জন্য ছাত্র-ছাত্রীদের ভিড় থাকে অনেক। প্রিপারেশন নিতে হবে সর্বাধিক, সেটা যেখানেই হোক না কেন।
প্রশ্ন উচ্চমাধ্যমিকের পাঠ্যসূচী অনুযায়ী হবে তাই মেইন বই পড়ার কোন বিকল্প নাই।
সাত কলেজের জন্য ভর্তি সহায়িকা হিসেবে বেশ কিছু পাবলিকেশনের বই বাজারে পাওয়া যায় তার মধ্যে শিক্ষার্থীদের চাহিদা ও মান অনুযায়ী।
১. জয়কলি
২. বিজয়
৩. এক্সিলেন্ট
৪. নেক্সাস
৫. সাইফুরস
বইগুলোতে বিগত বছরের প্রশ্ন, সমাধান, সাজেশন,গুরুত্বপূর্ণ বিষয় সুন্দর করে তুলে ধরা হয়েছে। দাম সবার ক্রয়ক্ষমতার মধ্যেই হয়ে থাকে ১৮০ - ২২০ পর্যন্ত দাম।