৭ কলেজ পরীক্ষার আসন সংখ্যা
৭ কলেজ পরীক্ষার আসন সংখ্যা
7 college admit card 2023 |
7 college admit card 2023
7 college admit card 2022,৭ কলেজ পরীক্ষার আসন সংখ্যা।রাজধানীর ঐতিহ্যবাহী সাতটি কলেজ নিয়ে ঢাবির অধিভুক্ত সরকারি সাত কলেজ এর একাডেমিক ও প্রশাসনিক কার্যক্রম ঢাকা বিশ্ববিদ্যালয় এবং শিক্ষা মন্ত্রণালয় কর্তৃক পরিচালিত।
এইখানে ভর্তি হয়ে রেগুলার ক্লাস করতে হবে এবং ৭৫% উপস্থিতি না থাকলে ফাইনাল পরীক্ষা দেওয়ার সুযোগ থাকবে না।
সাত কলেজের বিশেষ করে ঢাকা কলেজ,ইডেন,তিতুমীরে হল আছে।যাদের থাকতে সমস্যা বা দূর থেকে আসবেন হলে থাকতে পারবেন।
৪৮ না পেলে ভর্তির জন্য গ্রহনযোগ্য হবে না।
সাত কলেজে ভর্তি পরিক্ষায় পাশ মার্ক পাওয়ার পর আপনাকে কলেজ ও সাবজেক্ট চয়েস দিতে হবে, আপনার রেজাল্টের উপর ভিত্তি করে কলেজ ও সাবজেক্ট দেয়া হবে।
৭ কলেজের মধ্যে এক কলেজ থেকে অন্য কলেজে ট্রান্সফার হওয়ার সুযোগ নেই।
৭ কলেজে আবেদনের যোগ্যতা :
৭ কলেজে ভর্তির যোগ্যতা ২০২৩।চতুর্থ বিষয় সহ মোট পয়েন্ট লাগবে। আলাদা ভাবে পয়েন্ট লাগবে না।
বিজ্ঞান -৭.০০ব্যবসায় - ৬.৫০মানবিক -৬.০০
যারা ২০২০(রেজাল্ট ২০২১) তে HSC পাশ করেছে বা ইম্প্রুভ দিয়েছে (রেজাল্ট পরিবর্তন হতে হবে) কিন্তু সেকেন্ড টাইম নাই।
৭ কলেজে তিন ইউনিটে মোট আসন সংখ্যা
২২৩৪০ টি।( এবছর সাত কলেজে আসন সংখ্যা কমিয়ে আনার কথা বলা হয়েছে যদি কমিয়ে আনা হয় জানিয়ে দেয়া হবে, এবার অটোপাস তাই সবার মোটামুটি রেজাল্ট ভালো ফলে এইবার লড়াই বেশি হবে আশা করা যায়)
বিজ্ঞান- ৬৫০০ টি
ব্যবসায়-৫১৮৫ টি
মানবিক -১১৬৩০ টি
ক- ইউনিট ( বিজ্ঞান বিভাগ)
বাংলা,ইংরেজি,পদার্থবিজ্ঞান,
রসায়ন,গনিত,জীববিজ্ঞান। ৬ টি বিষয়ের মধ্যে ৪ টির উত্তর দিতে হবে।
খ -ইউনিট( মানবিক বিভাগ)বাংলা,ইংরেজি,সাধারন জ্ঞান থেকে প্রশ্ন হবে।
গ - ইউনিট ( ব্যবসায় শিক্ষা বিভাগ)
বাংলা,ইংরেজি,হিসাববিজ্ঞান, ব্যবসায় নীতি ও প্রয়োগ, মার্কেটিং/ ফিন্যান্স এন্ড ব্যাংকিং।
★পরীক্ষা হবে ১২০ মার্কের।
★কোন নেগেটিভ মার্কিং নেই।
★SSC ও HSC রেজাল্টের উপর ৮০ নাম্বার থাকবে।
সাত কলেজ পরীক্ষার সময়
পরীক্ষার সময় ১ ঘন্টা।
পরীক্ষা হবে MCQ পদ্ধতিতে
প্রতিটি প্রশ্নের মান ১.২০ করে।
৭ কলেজ ভর্তি পরীক্ষার নাম্বার বন্টন
৭ কলেজ পরীক্ষার মোট নাম্বার ২০০, তার মধ্যে MCQ পরীক্ষা ১২০ মার্কের এবং বাকী ৮০ নাম্বার SSC ও HSC এর নাম্বারের উপর। এক্ষেত্রে SSC পাওয়া GPA কে ৬ দিয়ে গুন ও HSC পাওয়া GPA কে ১০ দিয়ে গুন করে, SSC ও HSC এর নাম্বার যোগ।
১০০ এর মধ্যে ৪০ পেলে মেরিট লিস্টে নাম আসবে। বাকি ২০ থাকবে এইচএসসি এসএসসি রেজাল্টের উপর। তবে সাবজেক্ট পেতে হলে আপনার ১২০ মার্কের মধ্যে সর্বনিম্ন ৬৫-৭০ পেতে হবে।
সাত কলেজের ভর্তি পরীক্ষার প্রশ্ন করে ঢাবির শিক্ষকরা। ঢাবির প্রশ্নের প্যাটার্নে প্রশ্ন হয়। যারা ঢাবিতে পরীক্ষা দিয়েছেন তারা কিছুটা হলেও প্রশ্নের ধরন বুঝতে পেরেছেন। তবে ঢাবির প্রশ্নের মতো এতোটা কঠিন হয় না।
ঢাবির প্রশ্ন ব্যাংক এবং সাত কলেজের প্রশ্ন ব্যাংক সলভ করলে সাত কলেজের ৫০% প্রস্তুতি সম্পুর্ন হয়ে যাবে। এছাড়া সাত কলেজে সাম্প্রতিক প্রশ্ন অনেক বেশি আসে এমনকি পরীক্ষার এক সপ্তাহ আগের সাম্প্রতিকও আসে। আইসিটি থেকেও ৩-৪টা প্রশ্ন হয়। সর্বশেষ সার বেসিক জ্ঞান ভালো থাকবে সাত কলেজে সে খুব ভালো করতে পারবে।
অনেকেই মনে করে ৪০ পেয়ে সাত কলেজে পাশ করতে পারলেই চান্স হয়ে যাবে। যারা এরকম ভাবতেছেন তারা ভুলের মধ্যে আছেন। কেননা গত বছর ৪৫+ পেয়েও কোথাও সাবজেক্ট আসেনাই।
আপনি যদি আপনার পছন্দের কলেজ এবং সাবজেক্ট পেতে চান তাহলে অবশ্যই আপনাকে ২ হাজার মেরিটের মধ্যে থাকতে হবে। ২ হাজার মেরিটের মধ্যে থাকতে হলে অবশ্যই ৭৫-৮০ পাওয়া লাগবে।
স্ব স্ব ইউনিট থেকে পরিক্ষা দিতে হবে।
অর্থাৎ বিজ্ঞান শাখার শিক্ষার্থীরা শুধু ক-ইউনিট থেকে পরীক্ষা দিতে পারবে। ব্যবসায় শিক্ষা শিক্ষার্থীরা শুধু গ-ইউনিটে পরিক্ষা দিতে পারবে এবং মানবিক বিভাগের শিক্ষার্থীরা শুধু খ-ইউনিটে পরীক্ষা দিতে পারবে।
৭ কলেজে আবেদনের যোগ্যতাঃ
২০১৬থেকে ২০১৯ সালে SSC পাশ ও ২০২১(রেজাল্ট ২০২১) সালে HSC পাশ করতে হবে৷
বিজ্ঞান ও বানিজ্য বিভাগের পরীক্ষার্থীরা মানবিক বিভাগে আবেদন করতে পারবে না। তবে বিজ্ঞান বিভাগের শিক্ষার্থীরা মানবিক ও বানিজ্য বিভাগে এবং বানিজ্য বিভাগের শিক্ষার্থীরা মানবিক বিষয়ে পড়তে ইচ্ছুক থাকে তাহলে ভর্তি পরীক্ষায় উত্তীর্ণ হওয়ার পর বিভাগ পছন্দক্রম ফরম পূরণের সময় তা উল্লেখ করতে হবে এবং মেধার ভিত্তিতে আসন সংখ্যা অনুযায়ী ভর্তি সম্পন্ন হবে।
পরীক্ষার প্রস্তুতি ঢাবির ভর্তি পরীক্ষার প্রস্তুতির মত নিলে হবে। তাছাড়া সাত কলেজের জন্য লাইব্রেরিতে অনেক বই আছে। এছাড়াও ঢাবির বিগত বছরের ভর্তি পরীক্ষার প্রশ্ন সমাধান পড়তে হবে।
৭ কলেজের মধ্যে ২ টি শুধু মেয়েদের কলেজ : ইডেন ও বদরুন্নেসা কলেজ, ১টি শুধু ছেলেদের কলেজ : ঢাকা কলেজ এবং বাকী ৪ টি কলেজে ছেলে - মেয়ে উভয়ই আছে।
ঢাবি অধিভুক্ত ৭ (সাত কলেজ) গুলোর নাম হলোঃ
১)ঢাকা কলেজ।
২)ইডেন মহিলা কলেজ।
৩)সরকারি তিতুমীর কলেজ।
৪)বেগম বদরুন্নেসা সরকারি মহিলা কলেজ।
৫)কবি নজরুল সরকারি কলেজ।
৬)সরকারি শহীদ সোহরাওয়ার্দী কলেজ।
৭)সরকারি বাঙলা কলেজ।
সাত কলেজ ভর্তি আবেদন
কারো কোন প্রশ্ন থাকলে কমেন্টে জানাতে পারেন।